আলহাজ্ব হাফিজুর রহমান :=
ক্ষমতাসীন আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিলে শুধু ব্যক্তিবন্দনা ছিল বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের ২১তম কাউন্সিলে জাতির জন্য কোনো দিকনির্দেশনা ছিল না। গণতন্ত্রহীনতা থেকে উত্তরণের পথ দেখাতে পারেনি দলটি। রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক সংকট দূর করণে তারা কোনো নির্দেশনা দিতে পারেনি। সেখানে ছিল শুধু ব্যক্তিবন্দনা। এই কাউন্সিলে জাতি হতাশ হয়েছে। তিনি বলেন, সরকার আমাদেরকে কোনো সভা-সমাবেশ করতে দিচ্ছে না। আমরা অনেক চেষ্টা করেও কোনো প্রোগ্রাম করতে পারিনি। আর তারা বিভিন্ন সড়ক চলাচল বিঘ্নিত করে সোহরাওয়ার্দীতে দুই দিন ধরে প্রোগ্রাম করলো।
শনিবার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জিয়া পরিষদের সভাপতি কবির মুরাদের রুহের মাগফিরাত কামনায় অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন। স্যার ফজলে হাসান আবেদের অবদানের কথা স্মরণ করে ফখরুল বলেন, ফজলে হাসান আবেদরা বার বার আসে না। তার অবদানের কথা মানুষ যুগ যুগ ধরে স্মরণ করবে।