
নাগরিকত্ব আইন ও জাতীয় নাগরিকপঞ্জির বিরুদ্ধে ভারতজুড়ে যে উত্তাল আন্দোলন শুরু হয়েছে, তার জেরে বড় ধাক্কার মুখে পড়েছে ভারতের পর্যটন খাত। দেশি এবং বিদেশি পর্যটকদের সফর বাতিল করার ধুম পড়েছে। এতে মাথায় হাত পড়েছে ট্রাভেল এজেন্টদের।
ভারতের ট্রাভেল এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জ্যোতি মায়াল রোববার সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, ‘আমরা একের পর এক ফোন এবং ই-মেইল পাচ্ছি। দেশি ও বিদেশি পর্যটকরা তাদের বুকিং বাতিল করে দিচ্ছেন। বিদেশি পর্যটকদের মধ্যে এ হিড়িক সবচেয়ে বেশি।’
সরকারি তথ্যানুসারে, সারা বছর ভারতে যত বিদেশি পর্যটক আসেন, তার সিংহভাগই আসেন ডিসেম্বরে। তাদের অধিকাংশেরই গন্তব্য থাকে উত্তর-পূর্বের রাজ্যগুলো। এবার নাগরিকত্ব আইনের বিরুদ্ধে আন্দোলনে উত্তর-পূর্ব উত্তাল হয়েছে। এখনও কিছু রাজ্যে চালু হয়নি ইন্টারনেট পরিষেবা। সংবাদমাধ্যমে এ খবর দেখেই বুকিং বাতিল করার লাইন পড়ে গেছে।
ভারতীয় পর্যটকদের অনেকেই আবার দেশের মধ্যে বিভিন্ন জায়গার পরিকল্পনা ছেড়ে দুবাই, সিঙ্গাপুর যাওয়ার বুকিং করছেন। কিন্তু ক্রিসমাসের সময়ে সেখানে বুকিং পাওয়াও মুশকিল হয়ে উঠেছে। হোটেল ভাড়াও বছরের অন্য সময়ের তুলনায় অনেকটা বেশি। ফলে অনেকে ট্রিপ বাতিল করে দিচ্ছেন।সবমিলিয়ে পর্যটন ব্যবসায় কয়েক হাজার কোটি টাকার ক্ষতির মুখে উত্তর-পূর্বের পর্যটন শিল্প।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho