শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির ভোট ৩০ জানুয়ারি

আলহাজ্ব মতিয়ার রহমান :=

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী দুই সিটিতে ভোটগ্রহণ হবে ৩০ জানুয়ারি। এবার ভোট নেয়া হবে ইভিএমে।

রোববার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা এ তফসিল ঘোষণা করেন। এ সময় চার নির্বাচন কমিশনারও উপস্থিত ছিলেন। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩১ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই ২ জানুয়ারি এবং প্রত্যাহারের শেষ দিন ৯ জানুয়ারি।

নির্বাচন কমিশনের যুগ্ম সচিব মো. আবুল কাশেম ঢাকা উত্তর এবং যুগ্ম সচিব আব্দুল বাতেন ঢাকা দক্ষিণে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মোট সাধারণ ওয়ার্ডের সংখ্যা ৫৪, সংরক্ষিত ওয়ার্ড ১৮, সম্ভাব্য ভোটকেন্দ্র ১ হাজার ৩৪৯ এবং সম্ভাব্য ভোটকক্ষ ৭ হাজার ৫১৬, মোট ভোটার ৩০ লাখ ৩৫ হাজার ৬১১। ঢাকা দক্ষিণ সিটির মোট সাধারণ ওয়ার্ড ৭৫, সংরক্ষিত ওয়ার্ড ২৫, সম্ভাব্য ভোটকেন্দ্র ১ হাজার ১২৪, ভোটকক্ষ ৫ হাজার ৯৯৮, মোট ভোটার ২৩ লাখ ৬৭ হাজার ৪৮৮।

এর আগে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন হয়েছিল ২০১৫ সালের ২৮ এপ্রিল। ঢাকা উত্তর সিটির প্রথম সভা হয়েছিল একই বছরের ১৪ মে এবং দক্ষিণের প্রথম সভা ছিল ১৭ মে।  এ হিসেবে ২০২০ সালের ১৩ মে যথাক্রমে ঢাকার উত্তর এবং ১৬ মে দক্ষিণের মেয়াদোত্তীর্ণ হবে। আইন অনুযায়ী, মেয়াদোত্তীর্ণের  ১৮০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির ভোট ৩০ জানুয়ারি

প্রকাশের সময় : ০৯:২৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০১৯
আলহাজ্ব মতিয়ার রহমান :=

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী দুই সিটিতে ভোটগ্রহণ হবে ৩০ জানুয়ারি। এবার ভোট নেয়া হবে ইভিএমে।

রোববার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা এ তফসিল ঘোষণা করেন। এ সময় চার নির্বাচন কমিশনারও উপস্থিত ছিলেন। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩১ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই ২ জানুয়ারি এবং প্রত্যাহারের শেষ দিন ৯ জানুয়ারি।

নির্বাচন কমিশনের যুগ্ম সচিব মো. আবুল কাশেম ঢাকা উত্তর এবং যুগ্ম সচিব আব্দুল বাতেন ঢাকা দক্ষিণে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মোট সাধারণ ওয়ার্ডের সংখ্যা ৫৪, সংরক্ষিত ওয়ার্ড ১৮, সম্ভাব্য ভোটকেন্দ্র ১ হাজার ৩৪৯ এবং সম্ভাব্য ভোটকক্ষ ৭ হাজার ৫১৬, মোট ভোটার ৩০ লাখ ৩৫ হাজার ৬১১। ঢাকা দক্ষিণ সিটির মোট সাধারণ ওয়ার্ড ৭৫, সংরক্ষিত ওয়ার্ড ২৫, সম্ভাব্য ভোটকেন্দ্র ১ হাজার ১২৪, ভোটকক্ষ ৫ হাজার ৯৯৮, মোট ভোটার ২৩ লাখ ৬৭ হাজার ৪৮৮।

এর আগে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন হয়েছিল ২০১৫ সালের ২৮ এপ্রিল। ঢাকা উত্তর সিটির প্রথম সভা হয়েছিল একই বছরের ১৪ মে এবং দক্ষিণের প্রথম সভা ছিল ১৭ মে।  এ হিসেবে ২০২০ সালের ১৩ মে যথাক্রমে ঢাকার উত্তর এবং ১৬ মে দক্ষিণের মেয়াদোত্তীর্ণ হবে। আইন অনুযায়ী, মেয়াদোত্তীর্ণের  ১৮০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে।