স্টাফ রিপোর্টার :=
ভেঙে যাওয়া সম্পর্ক থেকে এখনো বের হতে পারেননি ভারতের ব্যাপক জনপ্রিয় সংগীতশিল্পী নেহা কাক্কার। বিভিন্ন গানের মঞ্চে ও রিয়েলিটি শোতে সাবেক প্রেমিকের কথা মনে করে একাধিকবার তাকে ভেঙে পড়তে দেখা গেছে। এতদিন পরও সাবেক প্রেমিক হিমাংশু কোহলি যে এখনো নেহাকে পোড়ান তা সম্প্রতি স্পষ্ট হয়েছে।
ভারতের একটি জনপ্রিয় রিয়েলিটি শোয়ের বিচারক নেহা। সম্প্রতি সেই রিয়েলিটি শোয়ের একটি এপিসোড প্রচারিত হয়, যার নাম ছিলো বিয়ে স্পেশাল। সেখানে এক প্রতিযোগী জনপ্রিয় গান চান্না মেরেয়া গান। তারপরই সাবেক প্রেমিকের কথা মনে করে কান্নায় ভেঙে পড়েন নেহা।
এসময় নেহা বলেন, “আমি আমার প্রাক্তন প্রেমিকের জন্য এই গানটা গাইতে চাই।” গান গাওয়ার সময় নেহার অভিব্যক্তি দেখেই বোঝা যায় তিনি আজও সাবেক প্রেমিককে মিস করেন। পরে পরিস্থিতি স্বাভাবিক করতে শোয়ের সঞ্চালক আদিত্য নারায়ণ নেহাকে বিয়ের প্রস্তাব দেন। অবশ্য বিয়ের প্রস্তাব ছিল কৌতুক হিসেবে।