বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

এমপির ভূমিকায় মাশরাফির স্ত্রী

স্টাফ রিপোর্টার- নড়াইল:=

নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা বিপিএল নিয়ে ব্যস্ত থাকায় তার প্রতিনিধি হিসেবে সহধর্মিনী সুমনা হক সুমি নড়াইলে ব্যস্ত সময় পার করেছেন।

আজ রবিবার তিনি সদর উপজেলার সীবানন্দপুর আজিজুর রহমান ভূঁইয়া বালিকা সমাজসেবা এতিমখানায় এতিমদের সাথে কথা বলেন এবং কম্বল বিতরণ করেন। এসময় এতিমখানার কর্মকর্তা আব্দুল কাদেরসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এছাড়া লোহাগড়া উপজেলার লক্ষীপাশা রাজপুর মহিলা এতিমখানা ও মাদরাসা, দিঘোলিয়া হাফেজিয়া মহিলা মাদরাসার শিক্ষার্থীদের সাথে কথা বলেন। এসময় তাদের নানা সমস্যার কথা শোনেন তিনি। প্রতিটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে শীতের পোশাক এবং কম্বল বিতরণ করেন।

এর আগে সদর হাসপাতাল পরিদর্শন করেন তিনি। সকালের দিকে হাসপাতাল পরিদর্শনকালে তিনি রোগীদের সাথে কথা বলে সমস্যার কথা শোনেন। পরে হাসপাতালের তত্ত্বাবধায়কের কক্ষে চিকিৎসকদের সাথে বৈঠকে বসেন।

বৈঠককালে হাসপাতালে শুন্যপদে চিকিৎসক পদায়ন, আল্ট্রাসনোগ্রাফি মেশিন মেরামতসহ বিভিন্ন সমস্যার সমাধানে আলোচনা করেন। এসময় হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আরএমও মশিউর রহমান বাবুসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

ক্ষেতলালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে স্কুল  কমিটির ভোট গ্রহণ সম্পন্ন 

এমপির ভূমিকায় মাশরাফির স্ত্রী

প্রকাশের সময় : ০৯:৫৫:২৪ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০১৯

স্টাফ রিপোর্টার- নড়াইল:=

নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা বিপিএল নিয়ে ব্যস্ত থাকায় তার প্রতিনিধি হিসেবে সহধর্মিনী সুমনা হক সুমি নড়াইলে ব্যস্ত সময় পার করেছেন।

আজ রবিবার তিনি সদর উপজেলার সীবানন্দপুর আজিজুর রহমান ভূঁইয়া বালিকা সমাজসেবা এতিমখানায় এতিমদের সাথে কথা বলেন এবং কম্বল বিতরণ করেন। এসময় এতিমখানার কর্মকর্তা আব্দুল কাদেরসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এছাড়া লোহাগড়া উপজেলার লক্ষীপাশা রাজপুর মহিলা এতিমখানা ও মাদরাসা, দিঘোলিয়া হাফেজিয়া মহিলা মাদরাসার শিক্ষার্থীদের সাথে কথা বলেন। এসময় তাদের নানা সমস্যার কথা শোনেন তিনি। প্রতিটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে শীতের পোশাক এবং কম্বল বিতরণ করেন।

এর আগে সদর হাসপাতাল পরিদর্শন করেন তিনি। সকালের দিকে হাসপাতাল পরিদর্শনকালে তিনি রোগীদের সাথে কথা বলে সমস্যার কথা শোনেন। পরে হাসপাতালের তত্ত্বাবধায়কের কক্ষে চিকিৎসকদের সাথে বৈঠকে বসেন।

বৈঠককালে হাসপাতালে শুন্যপদে চিকিৎসক পদায়ন, আল্ট্রাসনোগ্রাফি মেশিন মেরামতসহ বিভিন্ন সমস্যার সমাধানে আলোচনা করেন। এসময় হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আরএমও মশিউর রহমান বাবুসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।