
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশেন গেট দিয়ে অবৈধভাবে বাংলাদেশ প্রবেশ করায় ভারতীয় তিন যুবককে আটক করেছে বিজিবি।গত শনিবার সন্ধ্যায় বুড়িমারী ইমিগ্রেশন পয়েন্ট প্রবেশ করার সময় তাদের আটক করা হয়।
ভারতীয় তিন যুবক হল, ভারতের ফাঁলাকাটা জলপাইগুড়ি এলাকার প্রদীপ পালের ছেলে তাপস পাল (২০), একই এলাকার মোজাম্মেল হকের ছেলে রবিউল ইসলাম (২৬), ইদ্রিস আলীর ছেলে বুলু হোসেন (২০)।বুড়িমারী ৬১ ব্যাটালিয়ন বিজিবি সুত্রে জানান, বর্ডারগাড বাংলাদেশ তিস্তা-২ এর ৬১ ব্যাটালিয়নের বুড়িমারী কোম্পানীর টহল দলের বিজিবি সদস্যরা তাদেরকে আটক করে। পরে ভারতীয় ৪৮ বিএসএফ ব্যাটালিয়নের চ্যাংরাবান্দা ক্যাম্পের বিএসএফ ক্যাম্প কর্তৃপক্ষের নিকট বিজিবি পতাকা বৈঠকের জন্য চিঠি পাঠায়। রোববার সকালে বৈঠক হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।এ ব্যাপারে বুড়িমারী কোম্পানী কমান্ডার সুবেদার আবুল হোসেন জানান, ভারতীয় তিন যুবক আটকের সত্যতা স্বীকার করে জানান, ভুল বশতঃ ওই তিন ভারতীয় যুবক বাংলাদেশে প্রবেশ করে। পতাকা বৈঠকের জন্য ভারতীয় চ্যাংরাবান্দা ক্যাম্পের বিএসএফের কর্তৃপক্ষের নিকট চিঠি দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho