এম ওসমান : শার্শা ব্যুরো :=
যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামে আজমাইন হোসেন নামে আড়াই বছরের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে হৃদয় বিদারক এই দুর্ঘটনাটি ঘটে। আজমাইন হোসেন রুদ্রপুর গ্রামের আইউব আলী ও ইয়াসমিন খাতুনের ছেলে।
সোমবার দুপুরে আজমাইন তার মায়ের অগোচরে বাড়ীর পিছনের পুকুরে পড়ে ডুবে যায়।আজমাইনের বাবা আইউব আলী বাড়ীতে ফিরে ছেলের খোজ নিলে তখনই খোজা খুজি শুরু হয়। এক পর্যায়ে তাকে না পেয়ে তার বাবা মা হতাশ হয়ে পড়ে। পরে আজমাইনের মৃতদেহ পানিতে ভেসে উঠলে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় আজমাইনের পরিবারে এখন শোক বিরাজ করছে। #