
ভারতে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে সারা দেশজুড়ে চলছে কঠোর প্রতিবাদ। সাধারণ মানুষ থেকে শুরু করে এই আইনের প্রতিবাদ করেছেন জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের শান্তিপূর্ণ প্রতিবাদের মাঝেই বিনা অনুমতিতে ঢুকে পড়ে দিল্লি পুলিশ। এ সময় তাদের ওপর চলে অমানবিক নির্যাতন। এই ঘটনার পরেই প্রতিবাদে মুখর হন সারা দেশের বিভিন্ন রাজ্যের মানুষ।
তবে এ নিয়ে প্রতিবাদ করেননি বলিউডের প্রথম সারির তারকারা। জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হয়েও কোনো মন্তব্য করেননি শাহরুখ খান। এ ছাড়া চুপ থেকেছেন আমির খান, সালমান খান, দীপিকা পাডুকোন, রণবীর সিং, রণবীর কাপুর, বরুণ ধাওয়ানসহ আরও অনেকে। কিন্তু কেন তারা চুপ থেকেছেন, সে নিয়ে এবার মুখ খুললেন নাসিরউদ্দিন শাহ।
অভিনেতা নাসিরউদ্দিন শাহ এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানান, যাদের কিছু হারানোর ভয় আছে, তারাই এখনও মুখ খোলেননি। তিনি বলেন, মানুষ আজকাল নিজেদের মতামত স্পষ্ট করে বলছেন। মতামত দিলে কী হবে, এই ভয় মানুষের মন থেকে চলে যাচ্ছে। অনেকে হয়তো এখনও মুখ খোলেননি। হয়তো তারা কিছু হারাতে ভয় পান। তবে এখন বেশিরভাগ মানুষই ভয় না পেয়ে মুখ খুলছেন।
বরাবরই নিজের মতামত স্পষ্ট করে বলে এসেছেন নাসিরউদ্দিন শাহ। এ ছাড়া অনুরাগ কাশ্যপ প্রথম থেকে সিএএর বিরোধিতা করে এসেছেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho