শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

বাচ্চাদের পরীক্ষা নিয়ে বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী

এম ওসমান : স্টাফ রিপোর্টার :=

বাচ্চাদের ওপর পরীক্ষার চাপ কমানোর নির্দেশনা নিয়ে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা নিয়ে নতুন কিছু ভাবার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, বাচ্চাদের পরীক্ষা নিয়ে বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে।

গতকাল মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ঢাকা মহানগর ও পূর্বাচলে প্রাথমিক বিদ্যালয় স্থাপন ও অবকাঠামো উন্নয়ন সংক্রান্ত এক প্রকল্পের অনুমোদনের সময় এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী। একনেক পরবর্তী সংবাদ ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান প্রধানমন্ত্রীকে উদ্ধৃতি করে সাংবাদিকদের এ তথ্য জানান।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, বাচ্চাদের ওপর পরীক্ষার অনেক চাপ যাচ্ছে। শুধু পরীক্ষা আর পরীক্ষা।  বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। বর্তমানে যে পিইসি পরীক্ষা নেওয়া হয়, এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। পিইসি নিয়ে নতুন কিছু ভাবতে হবে।’

পরিকল্পনামন্ত্রী জানান, পিইসি পরীক্ষা থাকবে কি-না, তা পর্যবেক্ষণে রয়েছে। বাচ্চাদের সম্পর্কে প্রধানমন্ত্রী অনেক মন্তব্য করেছেন, আলোচনা করেছেন। বাচ্চারা অনেক বেশি বই কাঁধে নিয়ে ঘোরে, কষ্ট হয়। শিক্ষা মন্ত্রণালয়কে বলা হয়েছে, এ বিষয়ে আরও নতুন নতুন চিন্তাভাবনা করার জন্য। মূল কথা হলো-শিশুদের এই ভার থেকে মুক্ত করতে হবে। তারা যেন  খেলাধুলা করতে পারে। শিশুদের বইয়ের ভার কমিয়ে, আনন্দ বাড়ানোর ব্যবস্থা করতে হবে। তিনি বলেন, পিইসি পরীক্ষা থাকবে কি-না এ নিয়ে বিশেষজ্ঞরাও বিভক্ত। কোনো বিশেষজ্ঞ বলেন ভালো, কোনো বিশেষজ্ঞ বলেন ভালো নয়। এটা আন্ডার রিভিউ (পর্যবেক্ষণে রয়েছে)।

গতকাল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ‘ঢাকা মহানগরী ও পূর্বাচল সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন ও অবকাঠামো উন্নয়নসহ দৃষ্টিনন্দনকরণ’ প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ১৫৯ কোটি টাকা। প্রকল্পের আওতায় ঢাকা মহানগরীর ৩৪২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন করা হবে। এর মধ্যে ১৫৪টি বিদ্যালয়ের ২ হাজার ৯৭৫টি কক্ষ নতুনভাবে করা হবে। আর ১৭৭টি বিদ্যালয়ের ১১৬৭টি কক্ষের অবকাঠামো উন্নয়নসহ দৃষ্টিনন্দন করা হবে। এছাড়া উত্তরাতে ৩টি ও পূর্বাচলে ১১টিসহ মোট ১৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় নতুনভাবে স্থাপন করা হবে। আগামী বছরের জানুয়ারি থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। এছাড়া হাওর এলাকার নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর উন্নয়নে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নেওয়া ৯৪৪  কোটি ৮০ লাখ টাকার একটি প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক সভা।

একনেক সভায় চামড়া শিল্প সম্পর্কে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য উদ্ধৃতি করে পরিকল্পনামন্ত্রী জানান, হাজারীবাগে যখন সব চামড়ার কারখানা ছিল, তাদের পাশে কিছু লোক ছিল যারা ট্যানারির মালিক না। তারা হাড়গোড় দিয়ে বাই-প্রোডাক্ট পণ্য বানাত। এখন চামড়া শিল্প সাভারে গেছে। সেখানেও হাজারীবাগে যারা বাই-প্রোডাক্ট তৈরি করতেন তাদের জন্য ব্যবস্থা রাখতে বলেছেন প্রধানমন্ত্রী। পরিকল্পনামন্ত্রী জানান, শিল্পমন্ত্রী, শিল্প সচিব বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) কর্তৃপক্ষ ইতিমধ্যে জানিয়েছে, বাই-প্রোডাক্ট শিল্পের জন্য জায়গা চিহ্নিত করা হয়েছে। যারা যেতে চায়, তাদের জন্য ব্যবস্থা রাখা হবে।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

বাচ্চাদের পরীক্ষা নিয়ে বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী

প্রকাশের সময় : ১০:২২:৫২ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০১৯
এম ওসমান : স্টাফ রিপোর্টার :=

বাচ্চাদের ওপর পরীক্ষার চাপ কমানোর নির্দেশনা নিয়ে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা নিয়ে নতুন কিছু ভাবার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, বাচ্চাদের পরীক্ষা নিয়ে বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে।

গতকাল মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ঢাকা মহানগর ও পূর্বাচলে প্রাথমিক বিদ্যালয় স্থাপন ও অবকাঠামো উন্নয়ন সংক্রান্ত এক প্রকল্পের অনুমোদনের সময় এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী। একনেক পরবর্তী সংবাদ ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান প্রধানমন্ত্রীকে উদ্ধৃতি করে সাংবাদিকদের এ তথ্য জানান।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, বাচ্চাদের ওপর পরীক্ষার অনেক চাপ যাচ্ছে। শুধু পরীক্ষা আর পরীক্ষা।  বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। বর্তমানে যে পিইসি পরীক্ষা নেওয়া হয়, এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। পিইসি নিয়ে নতুন কিছু ভাবতে হবে।’

পরিকল্পনামন্ত্রী জানান, পিইসি পরীক্ষা থাকবে কি-না, তা পর্যবেক্ষণে রয়েছে। বাচ্চাদের সম্পর্কে প্রধানমন্ত্রী অনেক মন্তব্য করেছেন, আলোচনা করেছেন। বাচ্চারা অনেক বেশি বই কাঁধে নিয়ে ঘোরে, কষ্ট হয়। শিক্ষা মন্ত্রণালয়কে বলা হয়েছে, এ বিষয়ে আরও নতুন নতুন চিন্তাভাবনা করার জন্য। মূল কথা হলো-শিশুদের এই ভার থেকে মুক্ত করতে হবে। তারা যেন  খেলাধুলা করতে পারে। শিশুদের বইয়ের ভার কমিয়ে, আনন্দ বাড়ানোর ব্যবস্থা করতে হবে। তিনি বলেন, পিইসি পরীক্ষা থাকবে কি-না এ নিয়ে বিশেষজ্ঞরাও বিভক্ত। কোনো বিশেষজ্ঞ বলেন ভালো, কোনো বিশেষজ্ঞ বলেন ভালো নয়। এটা আন্ডার রিভিউ (পর্যবেক্ষণে রয়েছে)।

গতকাল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ‘ঢাকা মহানগরী ও পূর্বাচল সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন ও অবকাঠামো উন্নয়নসহ দৃষ্টিনন্দনকরণ’ প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ১৫৯ কোটি টাকা। প্রকল্পের আওতায় ঢাকা মহানগরীর ৩৪২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন করা হবে। এর মধ্যে ১৫৪টি বিদ্যালয়ের ২ হাজার ৯৭৫টি কক্ষ নতুনভাবে করা হবে। আর ১৭৭টি বিদ্যালয়ের ১১৬৭টি কক্ষের অবকাঠামো উন্নয়নসহ দৃষ্টিনন্দন করা হবে। এছাড়া উত্তরাতে ৩টি ও পূর্বাচলে ১১টিসহ মোট ১৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় নতুনভাবে স্থাপন করা হবে। আগামী বছরের জানুয়ারি থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। এছাড়া হাওর এলাকার নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর উন্নয়নে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নেওয়া ৯৪৪  কোটি ৮০ লাখ টাকার একটি প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক সভা।

একনেক সভায় চামড়া শিল্প সম্পর্কে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য উদ্ধৃতি করে পরিকল্পনামন্ত্রী জানান, হাজারীবাগে যখন সব চামড়ার কারখানা ছিল, তাদের পাশে কিছু লোক ছিল যারা ট্যানারির মালিক না। তারা হাড়গোড় দিয়ে বাই-প্রোডাক্ট পণ্য বানাত। এখন চামড়া শিল্প সাভারে গেছে। সেখানেও হাজারীবাগে যারা বাই-প্রোডাক্ট তৈরি করতেন তাদের জন্য ব্যবস্থা রাখতে বলেছেন প্রধানমন্ত্রী। পরিকল্পনামন্ত্রী জানান, শিল্পমন্ত্রী, শিল্প সচিব বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) কর্তৃপক্ষ ইতিমধ্যে জানিয়েছে, বাই-প্রোডাক্ট শিল্পের জন্য জায়গা চিহ্নিত করা হয়েছে। যারা যেতে চায়, তাদের জন্য ব্যবস্থা রাখা হবে।