Barta Kontho
নিবন্ধন নম্বর: ৪৬১বুধবার , ২৫ ডিসেম্বর ২০১৯
 1. 1st Lead
 2. 2nd Lead
 3. অপরাধ
 4. আইটি বিশ্ব
 5. আইন ও আদালত
 6. আন্তর্জাতিক
 7. আবহাওয়া
 8. ইসলাম
 9. খেলাধুলা
 10. চাকুরি
 11. ছবি ঘর
 12. জাতীয়
 13. জেলার খবর
 14. ট্রাভেল
 15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

বিলবোর্ড-পোস্টার সাঁটিয়ে পরিবেশ নষ্ট করলে জরিমানা’

Shahriar Hossain
ডিসেম্বর ২৫, ২০১৯ ১০:৩৫ অপরাহ্ণ
Link Copied!

সাজেদুর রহমান : সিনিয়র রিপোর্টার :=

সড়কে বিলবোর্ড স্থাপনা না করে মানুষের মনে জায়গা করে নিতে রাজনৈতিক নেতা-কর্মী, বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। সেই সঙ্গে বিলবোর্ড-পোস্টার লাগিয়ে পরিবেশ নষ্ট করলে তাদেরকে জরিমানার আওতায় আনা হলে বলে জানিয়েছেন মেয়র আতিকুল।

বুধবার রাজধানীর মেরুল বাড্ডায় ঢাকা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে সদ্য নির্বাচিত আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

ঢাকা উত্তরের মেয়র বলেন, ‘ধারাবাহিকভাবে জরিমানা না থাকার কারণে আমরা শহর নষ্ট করার সাহস পাই। যে দেশে আইন আছে, সে দেশে ফাইনও থাকতে হবে। বিলবোর্ড, পোস্টার সাঁটিয়ে শহরের পরিবেশ নষ্ট করলে জরিমানা করা হবে।’

আতিকুল ইসলাম আরও বলেন, ‘আমরা বিদেশ গেলে যত্রতত্র ময়লা আবর্জনা ফেলি না, দেশে আসলেই আমাদের আচরণ বদলে যায়, আমরা এখানে শহর নোংরা করার সাহস করি। কারণ ফাইন নাই, বিদেশে বড় অংকের ফাইনের ভয়ে কেউ ময়লা ফেলার সাহস করে না। আমাদেরকেও সেপথে চলতে হবে। শুধু আইন থাকলেই হবে না, যে দেশে আইন আছে, সে দেশে ফাইনও থাকতে হবে।’

মেয়র বলেন, ‘বিলবোর্ড তো অবৈধ না। সিটিতে, বিলবোর্ড দিতেই পারেন, কিন্তু নিয়ম মেনে অনুমতি নিয়ে স্থাপন করতে হবে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উদাহরণ টেনে আতিকুল বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে কয়েকটি স্থানে আওয়ামী লীগের পক্ষ থেকে বিলবোর্ড স্থাপন করার জন্য কাদের ভাই আমাকে ফোন করেছেন। সিটি কর্পোরেশন থেকে অনুমতি নিয়েছেন। কত সুন্দর আইনের প্রতি সম্মান দেখিয়েছেন, নেতৃত্ব হতে হবে এমন।’

নবনির্বাচিত বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া সম্পর্কে ডিএনসিসি মেয়র বলেন, ‘বিপ্লব বড়ুয়ার মতো এক সৎ, দক্ষ, নিষ্ঠাবান তরুণকে আওয়ামী লীগের মতো একটি ঐতিহাসিক দলের দপ্তর সম্পাদক করা হয়েছে। মাত্র ৪৬ বছর বয়সেই এত সম্মানীয় পদে আসীন হয়েছেন তিনি। অথচ এই লোক রাস্তায় রাস্তায় পোস্টার দেননি, বিল বোর্ড বসাননি। শহরের সৌন্দর্য্য নষ্ট করেন নাই। তবুও তিনি এই পদ পেয়েছে কারণ সে মানুষের মন জয় করেছেন। মানুষের মন জয় না করে বিলবোর্ড পোস্টার দিয়ে নেতা হওয়া যাবে না।’

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ এবং সর্বশেষ কাউন্সিলে দপ্তর সম্পাদক নির্বাচিত হওয়ায় ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে এই সংবর্ধনা দেয় বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন।

বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সভাপতি দিব্যেন্দু বিকাশ চৌধুরী বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান বিশ্বপতি বড়ুয়া, বুদ্ধিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের স্থানীয় কাউন্সিলরবৃন্দসহ বৌদ্ধ ধর্মাবলম্বী বিশিষ্টজনেরা।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
 
%d bloggers like this: