দেবুল কুমার দাস :=
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য বলেছেন, চিন্তা আর হতাশ হওয়ার কারণ নেই। কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে নিরাপদ বাংলাদেশ। বুধবার নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের ব্রাহ্মণডাঙ্গা শ্যামাসুন্দরী মাধ্যমিক বিদ্যালয়ে দু’দিনব্যাপী শতবর্ষ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অল্পসময়ের মধ্যে দেশ অনেক উন্নত হয়েছে।
শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা, নদীখননসহ মানুষের আর্থসামাজিক উন্নয়ন এবং অনেক কর্মসংস্থান হয়েছে। কাজেই হতাশ হওয়ার কারণ নেই, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আরও উন্নত হবে। বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন পরিষদের আহ্বায়ক আ. ওহাবের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন- জেলা পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী মাহবুবুর রশীদ ও নড়াইল পৌরসভার মেয়র মো. জাহাঙ্গীর বিশ্বাস প্রমুখ।