ঢাকা ব্যুরো :=
হঠাৎ করে রুদ্ধদ্বার বৈঠক করেছেন জাতীয় এক্যফ্রন্টের নেতারা। আজ বৃহস্পতিবার বিকালে রাজধানীর মতিঝিলে ফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের চেম্বারে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
দুই ঘন্টার ওই রুদ্ধদ্বার বৈঠক শেষে কর্মসূচির ঘোষণা করেছে ঐক্যফ্রন্ট। ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। আজ সন্ধ্যায় বৈঠক শেষে এই ঘোষণা দেয়া হয়।
জাতীয় ঐক্যফ্রন্টের দফতর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ড. কামাল হোসেনের সভাপতিত্বে স্টিয়ারিং কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী রবিবার বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।