স্টাফ রিপোর্টার ॥ বেনাপোল-যশোর সড়কের আমড়াখালি এলাকা থেকে ৪ কোটি টাকা মূল্যের এক ট্রাক ভারতীয় শাড়ী, থ্রী পিচ ও কাপড় জব্দ করেছে বিজিবি। এর সপ্তাহ খানেক আগে বেনাপোল বাজার থেকে ২ কোটি টাকা মূল্যের অনুরূপ আরেকটি কাভার্ডভ্যান সহ বিপুল কসমেটিকস ও ওষুধ জব্দ করেছিলো বিজিবি। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম রেজা জানান, ভারত থেকে বিপুল পরিমান শাড়ী ট্রাক যোগে পাচার হয়ে ঢাকায় যচ্ছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালিয়ে একটি কাভার্ডভ্যান (যশোর-ট-১১-৩১১৪) আটক করা হয়। পরে কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ভারতীয় ৩ হাজার ৬৩০ পিস কাতান শাড়ি, ১ হাজার ৭১৫ পিস লেহেঙ্গা, ৪৮০ পিস ওড়না, ১ হাজার ২৭৩ কেজি ফেব্রিক্স, ৪৭ কেজি লিডইন ওয়ার, ৮৯ কেজি তালা, ৬০ কেজি ড্রেস হুক, দুটি সুইং মেশিন এবং ২০ কেজি মোটর জব্দ করা হয়। কাভার্ডভ্যানসহ জব্দকৃত পণ্যের মূল্য প্রায় ৪ কোটি টাকা বলে বিজিবি জানায়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho