তানজীর মহসিন:=
বাংলাদেশি তরুণী ফেরদৌসী কবির মুক্তাকে বিয়ে করতে লন্ডন থেকে বাংলাদেশে ছুটে এসেছেন গ্রাহাম স্টুয়ার্ট। ধর্ম পাল্টে এখন তার নতুন নাম সাইমন কবির।
জানা গেছে, মুক্তা সন্দ্বীপ উপজেলার হুমায়ুন কবির হেলালীর মেয়ে। বর্তমানে থাকেন নগরের কোতোয়ালী থানার লাভলেন এলাকায়।
মুক্তার পারিবারিক সূত্রে জানা গেছে, মুক্তা ২০১৭ সালে লন্ডনের নটিংহাম ইউনিভার্সিটিতে পড়তে যান। সেখানেই পরিচয় গ্রাহামের সঙ্গে। একপর্যায়ে বিয়ের প্রস্তাব দেন গ্রাহাম। তখন মুক্তা মা-বাবার মতামত, ধর্মীয় রীতিনীতি ও সামাজিকতার কথা বলেন। সব কিছু একবাক্যে মেনে নেন ব্রিটিশ তরুণ। এরপর ১৪ ডিসেম্বর গ্রাহাম বাংলাদেশে আসেন। তখন থেকে মুক্তার বাসায় আছেন তিনি।
জানা গেছে, বৃহস্পতিবার তাদের গায়ে হলুদ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার নগরের রীমা কনভেনশন সেন্টারে হয় বিয়ে।
নতুন বউকে নিয়ে শনিবার লন্ডন পাড়ি দেবেন ব্রিটিশ তরুণ।