মো: ইদ্রিস আলী :=
যশোরের লেবুতলা ইউনিয়নে এনায়েতপুর গ্রামে গরুর গাড়ি দৌড় প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেছেন, দেশ এগিয়ে যাচ্ছে গ্রামের দিকে তাকালি বোঝা যায়। নতুন করে হাজার হাজার কিলোমিটার রাস্তা হচ্ছে। স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা ও মন্দিরের নতুন বিল্ডি হচ্ছে। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। তাই দেশের মানুষ শেখ হাসিনাকে ভালবাসে ও নৌকা মার্কায় ভোট দেয়। শনিবার প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।
এ সময় সম্মানিত অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিন্টু ও লেবুতলা ইউনিয়নের চেয়ারম্যান আলীমুজ্জামান মিলন।
লেবুতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাহাউদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দাউদ হোসেনের সঞ্চলনায় বক্তব্য রাখেন ড. আনিস আহমেদ, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মুনির হোসেন টগর, যুবমহিলা লীগের জেলা সভাপতি মঞ্জুন্নাহার নাজনীন সোনালী, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন প্রমুখ। আলোচনা সভা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেয়া হয়।