![](https://bartakontho.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
প্রফেসর জিন্নাত আলী :=
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে আওয়ামী লীগপন্থী শিক্ষকদের সংগঠন নীল দল।সভাপতি পদে অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ও সাধারণ সম্পাদক অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া নির্বাচিত হয়েছেন। শুধু সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সাদা দলের অধ্যাপক মো. লুৎফর রহমান। এ পদে নীল দলের প্রার্থী ছিলেন অধ্যাপক সাদেকা হালিম।
সোমবার বিকালে বিশ্ববিদ্যালয় ক্লাব ভবনে নির্বাচনের ফল ঘোষণা করেন শিক্ষক সমিতি নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক হাসিবুর রশীদ।কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন ড. মুহাম্মদ আব্দুল মঈন ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে ড. জেড এম পারভেজ সাজ্জাদ।
১০টি সদস্য পদে বিজয়ী হয়েছেন ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক কে এম সাইফুল ইসলাম খান, মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক জাকিয়া পারভীন, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক জিনাত হুদা, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, রসায়ন বিভাগের অধ্যাপক মো. আফতাব আলী শেখ, ইতিহাস বিভাগের অধ্যাপক মো. আমজাদ আলী, অপরাধবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক জিয়াউর রহমান, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ও শিক্ষক সমিতির বর্তমান সাধারণ সম্পাদক অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম এবং বাংলা বিভাগের অধ্যাপক সৌমিত্র শেখর দে।