
এম ওসমান :শার্শা ব্যুরো :=
যশোর ৮৫-১ শার্শার সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন বলেন, সমাজে সুশাসন প্রতিষ্ঠা করে সুসমাজ প্রতিষ্ঠিত করতে হলে দেশের ভবিষ্যৎ প্রজন্ম ছাত্র-ছাত্রীদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। বাংলাদেশ আওয়ামীলীগ সরকার শিক্ষার উপরে যে ভূর্তকি দিচ্ছে এর আগে কোন সরকার করে নাই।
শিক্ষায় জাতির মেরুদন্ড। যে জাতি যত শিক্ষিত, সে জাতি তত উন্নত। তাই তিনি ছাত্র-ছাত্রীদের সু-শিক্ষায় শিক্ষিত হওয়ার নির্দেশ দেন। তিনি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে আরও বলেন, তোমরায় দেশের ভবিষ্যৎ। তোমরা ভালভাবে লেখাপড়া করে দেশের জন্য কাজ করবে। দেশের উন্নয়নে অংশগ্রহণ করবে। তোমরা শিক্ষিত হয়ে, যেমনটি চাইবে, তাই হবে। তোমরা বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত হয়ে, কেউ ডাক্তার হয়ে, কেউ ইঞ্জিনিয়ার হয়ে, দেশের মুখ উজ্জ্বল করবে। দেশের উন্নয়নে তোমাদের অংশগ্রহণ গুরুত্বপুর্ণ। তিনি ছাত্র-ছাত্রীদের লক্ষ্য স্থির করে লেখাপড়া করার আহবান জানান। প্রধান অতিথি শিক্ষকদের উ্েদ্দশ্যে বলেন,
আপনারা হলেন মানুষ গড়ার কারিগর। সঠিকভাবে তদারকি করা আপনাদের কাজ। আপনারা মানুষ গড়ার কাজে নিয়োজিত থাকলেই বঙ্গবন্ধুর স্বপ্ন পুরণ হবে। আপনারা আপনাদের উপর অর্পিত দায়িত্ব পালন করে যান, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপনাদের পাশে আছেন। সোমবার দুপুরে শার্শার বাগআঁচড়া ডাঃ আফিল উদ্দিন ডিগ্রি কলেজ আয়োজিত এক অভিভাবক সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, এই স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। আমি যতদিন আছি, ততদিন এই প্রতিষ্ঠান উন্নয়নে আমি কাজ করে যাব আপনাদের সহযোগিতা পেলে। বাগআঁচড়া ডাঃ আফিল উদ্দিন কলেজের হলরুমে অধ্যক্ষ রিজাউল করিমের সভাপতিত্বে এসময় অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, নাভারণ কলেজের অধ্যক্ষ ইব্রাহিম খলিল, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, বাগআঁচড়া কলেজের সাবেক অধ্যক্ষ শাহাজান কবির, বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইলিয়াছ কবির বকুল, কায়বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান ফিরোজ আহমেদ টিংকু, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সর্দার, বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন, বাগআঁচড়া কলেজের উপাধ্যক্ষ ফারুক হোসেন, অধ্যাপক শরিফুল ইসলাম, বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খান হাসান আরিফ লিটন, চালিতাবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম, সাতমাইল মাদ্রাসার সুপার মহাসিন কবির সহ কলেজের শিক্ষক মণ্ডলী, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। সংসদ সদস্য সমাবেশে উপস্থিত হওয়ার পূর্বে বাগআঁচড়া বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পার্ঘ অর্পণ করেন।