সোমবার, ২৯ মে ২০২৩, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ

হরতালে ঠেকাতে মাঠে থাকবে আওয়ামী লীগ

রোকনুজ্জামান রিপন :=

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে বিএনপি হরতাল ডেকেছে বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। ঢাকার দুই সিটি নির্বাচনে অংশগ্রহণ করার পর শনিবার ভোটে ব্যাপক কারচুপি, অনিয়মের অভিযোগ তোলে বিএনপি।

এরপর রাতে রোববার সকাল-সন্ধ্যা হরতার আহ্বান করে বিএনপি। এর প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেন মাহবুব-উল-আলম হানিফ।  শনিবার রাতে বনানীতে তিনি সাংবাদিকদের বলেন, ‘তারা (বিএনপি) রাজনৈতিক দেউলিয়াত্বের পরিচয় দিয়েছে। নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে থাকবে আওয়ামী লীগ।’

ভোট নিয়ে বিএনপির বিভিন্ন অভিযোগের জবাবে এর আগে বিকেলে ঢাকার দুই সিটি করপোরেশনে শনিবার যেমন নির্বাচন হলো, গত ১০০ বছরে এমন ‘অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ’ নির্বাচন হয়নি বলে দাবি করেন মাহবুব-উল-আলম হানিফ।

শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে থাকায় বিএনপিকে ধন্যবাদ দিয়ে হানিফ বলেন, ‘মির্জা ফখরুল যেসব অভিযোগ করেছেন সেগুলো আগেই লিখে রেখেছিলেন।’ সব অভিযোগকে তিনি নির্লজ্জ মিথ্যাচার বলে দাবি করেন।ভোটের ফলাফল গণনার সময় নয়া পল্টনে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

হরতালে ঠেকাতে মাঠে থাকবে আওয়ামী লীগ

প্রকাশের সময় : ০৯:৫০:৩৯ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২০
রোকনুজ্জামান রিপন :=

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে বিএনপি হরতাল ডেকেছে বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। ঢাকার দুই সিটি নির্বাচনে অংশগ্রহণ করার পর শনিবার ভোটে ব্যাপক কারচুপি, অনিয়মের অভিযোগ তোলে বিএনপি।

এরপর রাতে রোববার সকাল-সন্ধ্যা হরতার আহ্বান করে বিএনপি। এর প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেন মাহবুব-উল-আলম হানিফ।  শনিবার রাতে বনানীতে তিনি সাংবাদিকদের বলেন, ‘তারা (বিএনপি) রাজনৈতিক দেউলিয়াত্বের পরিচয় দিয়েছে। নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে থাকবে আওয়ামী লীগ।’

ভোট নিয়ে বিএনপির বিভিন্ন অভিযোগের জবাবে এর আগে বিকেলে ঢাকার দুই সিটি করপোরেশনে শনিবার যেমন নির্বাচন হলো, গত ১০০ বছরে এমন ‘অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ’ নির্বাচন হয়নি বলে দাবি করেন মাহবুব-উল-আলম হানিফ।

শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে থাকায় বিএনপিকে ধন্যবাদ দিয়ে হানিফ বলেন, ‘মির্জা ফখরুল যেসব অভিযোগ করেছেন সেগুলো আগেই লিখে রেখেছিলেন।’ সব অভিযোগকে তিনি নির্লজ্জ মিথ্যাচার বলে দাবি করেন।ভোটের ফলাফল গণনার সময় নয়া পল্টনে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে।