ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি-
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ‘বেকারত্ব দূরীকরণে পতিত জমি ব্যবস্থাপনায় ইসলামী দৃষ্টিকোণ’ শীর্ষক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আল-হাদীস এন্ড ইসলামীক স্টাডিজ বিভাগের আয়োজনে রোববার বিভাগীয় সভাকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. সোলায়মান। অধ্যাপক ড. সৈয়দ মাকসুদুর রহমানের তত্ত্বাবধানে সেমিনারে গবেষণাপত্র উপস্থাপন করেন মো. শফিকুল ইসলাম। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আল হাদীস বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক ড. নাসির উদ্দিন, অধ্যাপক ড. জাকির হুসাইন ও অধ্যাপক ড. আকতার হোসেন প্রমুখ। সেমিনারে বক্তারা বলেন, ‘বাংলাদেশে বহু পতিত জমি রয়েছে। যেগুলো ইসলামের বিধান অনুযায়ী ব্যবস্থাপনা করলে, তা বেকার সমস্যা সমাধানে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। আর এর মাধ্যমে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে উন্নীত হওয়ার যাত্রায় আরেক ধাপ এগিয়ে যাবে।’