ঢাকা ব্যুরো :=
করোনাভাইরাস প্রাদুর্ভাবের পর চীনা নাগরিকদের অন অ্যারাইভাল ভিসা এক মাসের জন্য স্থগিত করেছে বাংলাদেশ।পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন এ তথ্য নিশ্চিত করেছেন। এছাড়া বেশ কয়েকটি দেশ ইতোমধ্যেই চীনা ভ্রমণকারীদের ভিসা স্থগিত করেছে।এর আগে শনিবার চীনের হুবেই প্রদেশের উহান শহর ৩১৬ বাংলাদেশি নাগরিককে ফিরিয়ে আনা হয়েছে এবং তাদেরকে রাজধানী আশকোনার হজ ক্যাম্পে পর্যবেক্ষণে রাখা হয়েছে। উহান শহর থেকেই করোনাভাইরাস ছড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এছাড়া, বেনাপোল বন্দর হয়ে ভারত থেকে বাংলাদেশে আসা সবাইকে স্ক্রিনিংয়ের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।চীন সরকার ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দেয়া তথ্য অনুযায়ী এপর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কমপক্ষে ১৪৩৮০ জন এবং ৩০৪ জন এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।