শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

পিছু হটলো মোদি সরকারঃ এখনই ভারতে এনআরসি নয়

নয়াদিল্লী ব্যুরো := পিছু হটলো মোদি সরকার। এখনই ভারতে এনআরসি নয়। ভারত জুড়ে জাতীয় নাগরিকপঞ্জী বা এনআরসি কার্যকরের কোনও সিদ্ধান্ত এখনও নেয়নি কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার লোকসভায় এক লিখিত প্রশ্নের জবাবে এ কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই।

তিনি জানালেন, সারা দেশে এনআরসি কার্যকরের কোনও সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। এছাড়া খসড়া আইন প্রকাশের পর সিএএ মেনে নাগরিকত্ব চাইলে যে কেউ আবেদন জানাতে পারেন।

সিএএ-এর বিষয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, ‘সিএএ নিয়ে অনেক রাজ্যেরই উদ্বেগ রয়েছে। আমরা সব দলের মুখ্যমন্ত্রীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছি। তাদের আতঙ্ক যে অমূলক, সেটা বোঝানোর চেষ্টা করছি।’

গত বছরের ডিসেম্বরে ভারতের সংসদে এনআরসি বিল পাস হয়। এরপর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছিলেন, সারা দেশেই এনআরসি এবং সিএএ কার্যকর হবে। আর সেটা হবে কালবিলম্ব না করেই। এরপরই ভারত জুড়ে এর প্রতিবাদে ছড়িয়ে পড়ে বিক্ষোভ।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

পিছু হটলো মোদি সরকারঃ এখনই ভারতে এনআরসি নয়

প্রকাশের সময় : ০৮:৩৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২০

নয়াদিল্লী ব্যুরো := পিছু হটলো মোদি সরকার। এখনই ভারতে এনআরসি নয়। ভারত জুড়ে জাতীয় নাগরিকপঞ্জী বা এনআরসি কার্যকরের কোনও সিদ্ধান্ত এখনও নেয়নি কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার লোকসভায় এক লিখিত প্রশ্নের জবাবে এ কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই।

তিনি জানালেন, সারা দেশে এনআরসি কার্যকরের কোনও সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। এছাড়া খসড়া আইন প্রকাশের পর সিএএ মেনে নাগরিকত্ব চাইলে যে কেউ আবেদন জানাতে পারেন।

সিএএ-এর বিষয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, ‘সিএএ নিয়ে অনেক রাজ্যেরই উদ্বেগ রয়েছে। আমরা সব দলের মুখ্যমন্ত্রীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছি। তাদের আতঙ্ক যে অমূলক, সেটা বোঝানোর চেষ্টা করছি।’

গত বছরের ডিসেম্বরে ভারতের সংসদে এনআরসি বিল পাস হয়। এরপর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছিলেন, সারা দেশেই এনআরসি এবং সিএএ কার্যকর হবে। আর সেটা হবে কালবিলম্ব না করেই। এরপরই ভারত জুড়ে এর প্রতিবাদে ছড়িয়ে পড়ে বিক্ষোভ।