মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ৮ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ভারতে পাচারকালে বেনাপোলে ১০ পিচ সোনার বার সহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি

তানজীর মহসিন :=
ভারতে পাচারকালে আজ বুধবার বিকেলে বেনাপোল’র সাদিপুর সীমাšত থেকে ১০ পিচ সোনার বার সহ এক সোনাচোরাকারবারীকে আটক করেছে বিজিবি সদস্যরা।
৪৯ বিজিবির অধিধনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, বেনাপোল’র সাদিপুর সীমাšত পথে বিপুল পরিমান সোনা পাচার হয়ে ভারতে যাচ্ছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবির একটি টহলদল আজ বিকেলে সাদিপুর সীমান্তে অভিযান চালিয়ে জিহাদ আলী নামে এক চোরাকারবারীকে আটক করে। পরে তার দেহ তল্লাশী করে ১০ টি সোনার বার ( ১ কেজি ১৬৬ গ্রাম) আটক করা হয়। আটক সোনার মূল্য ৭০ লক্ষ টাকা বলে বিজিবি জানায়।
আটক জিহাদ আলী বেনাপোলের সাদিপুর গ্রামের তাহাজ্জদ আলীর ছেলে। আটক জিহাদ জানায়, সে দীর্ঘদিন ধরে সোনা চোরচালান ব্যবসায় নিয়োজিত।আটককৃতকে জিঞাসাবাদ শেষে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

ভারতে পাচারকালে বেনাপোলে ১০ পিচ সোনার বার সহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি

প্রকাশের সময় : ০৬:৪৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২০
তানজীর মহসিন :=
ভারতে পাচারকালে আজ বুধবার বিকেলে বেনাপোল’র সাদিপুর সীমাšত থেকে ১০ পিচ সোনার বার সহ এক সোনাচোরাকারবারীকে আটক করেছে বিজিবি সদস্যরা।
৪৯ বিজিবির অধিধনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, বেনাপোল’র সাদিপুর সীমাšত পথে বিপুল পরিমান সোনা পাচার হয়ে ভারতে যাচ্ছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবির একটি টহলদল আজ বিকেলে সাদিপুর সীমান্তে অভিযান চালিয়ে জিহাদ আলী নামে এক চোরাকারবারীকে আটক করে। পরে তার দেহ তল্লাশী করে ১০ টি সোনার বার ( ১ কেজি ১৬৬ গ্রাম) আটক করা হয়। আটক সোনার মূল্য ৭০ লক্ষ টাকা বলে বিজিবি জানায়।
আটক জিহাদ আলী বেনাপোলের সাদিপুর গ্রামের তাহাজ্জদ আলীর ছেলে। আটক জিহাদ জানায়, সে দীর্ঘদিন ধরে সোনা চোরচালান ব্যবসায় নিয়োজিত।আটককৃতকে জিঞাসাবাদ শেষে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।