আলহাজ্ব আব্দুল লতিফ :=
কুখ্যাত তালেবান জঙ্গি এহসানুল্লাহ এহসান পাকিস্তানের জেল থেকে পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। একটি অডিও ক্লিপ প্রকাশ করে এহসান নিজেই তার পালানোর খবর দিয়েছে। খবর গালফ নিউজের।প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি একটি অডিও বার্তায় এ তথ্য জানিয়েছেন এহসান। বলেন, ‘আল্লাহর সাহায্যে গত ১১ জানুয়ারি আমি জেল থেকে পালাতে সক্ষম হয়েছি।’
তিনি আরও জানান, ২০১৭ সালে আত্মসমর্পণ করার সময় পাকিস্তানি বাহিনী তাকে যে আশ্বাস দিয়েছিল, সেই আশ্বাস তারা পূরণ করেনি।পালানোর পর বর্তমানে কোথায় আছেন সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। তবে দ্রুতই এ বিষয়ে আবার বার্তা দেবেন বলে জানান তিনি।এহসানের পালানোর কথা স্বীকার করেনি পাকিস্তান কর্তৃপক্ষ।
নোবেলজয়ী মালালা ইউসুফজাইকে গুলি করা ছাড়াও ২০১৪ সালের ডিসেম্বরে পেশোয়ারের সেনা স্কুলে ভয়াবহ জঙ্গি হামলাতেও হাত ছিল এহসানুল্লাহর। ওই হামলায় ১৩৪ জন নিহত হয়, যার মধ্যে অধিকাংশই ছিল স্কুলশিক্ষার্থী।