ওসি জানান, শুক্রবার দিবাগত রাত ১টার দিক্বে পুলিশ উপজেলার বর্ণি গ্রামের রাস্তার পাশের একটি ধানক্ষেত থেকে টিটোকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ওই অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। এঘটনায় চৌগাছা থানায় অস্ত্র ও মাদক মামলা হয়েছে।
ওসি টিটোর বিরুদ্ধে চৌগাছাসহ বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, মাদক, বিস্ফোরক, চাঁদাবাজিসহ ১৮ টি মামলা রয়েছে। সে চৌগাছা থানা পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। এর আগেও তাকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করা হয়েছিল।