
পরতে পরতে উত্তেজনার রেণু ছড়িয়ে শেষ পর্যন্ত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছে বাংলাদেশ। ফাইনালে বৃষ্টি আইনে শক্তিশালী ও নাক উঁচু ভারতকে ৩ উইকেটে হারিয়েছেন তারা। যুবাদের রঙিন জার্সির খেলা রাওয়ালপিন্ডির পাকিস্তান-বাংলাদেশ টেস্টের খবর অনেকটা চাপা পড়ে গেছে।
রাওয়ালপিন্ডিতে রঙিন বলের খেলায় টাইগারদের কোণঠাসা করে ফেললেও দক্ষিণ আফ্রিকায় ভারত বধের মিশনে বাংলাদেশকে অকুণ্ঠ সমর্থন দিয়ে গেছে পাকিস্তান।ক্রিকেট পাকিস্তানের অফিসিয়াল ফেসবুক পেজে বাংলাদেশের জয়কে ‘ঈদ মোবারক’ বলে উল্লেখ করা হয়েছে। এদিকে টেস্টের তৃতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে গিয়েই পাক সংবাদিক থেকেই একটি খবরটি জানতে পারেন তামিম ইকবাল। ওই পাক সংবাদিক বলেন, দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রমে ভারতের বিপক্ষে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশকে সমর্থন করছে পুরো পাকিস্তানই। বিশ্বকাপটা এবার আপনাদেরই।
উল্লেখ্য, তামিম যখন সংবাদ সম্মেলনে যান তখন যুব বিশ্বকাপের ফাইনালে টাইগারদের ক্ষুরধার বোলিংয়ে ভারত ১৭৭ রানে অলআউট হয়েছে। অবশ্য বাংলাদেশ ও ভারতের খেলায় পাকিস্তান কার সমর্থন করবে তা চোখ বন্ধ করেই বলা যায়।
কারণ সীমান্ত বৈরিতার প্রভাব দুই দেশের ক্রিকেটেও বিদ্যমান। যে কারণে ভারতকে হারিয়ে বাংলাদেশে যেমন উল্লাস বয়ে গেছে তেমনই সেই আনন্দে নিজেদেরও যুক্ত করেছে পাকিস্তানিরা।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho