তানজীর মহসিন : =
যশোর জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত জানুয়ারী/২০২০ মাসে মাদকদ্রব্য উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা তামিল ও আইন শৃঙ্খলা রক্ষায় জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জ নির্বাচিত হন বেনাপোল পোর্ট থানার সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব মোঃ মামুন খান। এছাড়াও জেলার শ্রেষ্ট এসআই(নিঃ) নির্বাচিত হন এসআই(নিঃ)/পিন্টু লাল দাস এবং জেলার শ্রেষ্ট এএসআই(নিঃ) নির্বাচিত হন এএসআই(নিঃ)/সৈয়দ শাহীন ফরহাদ। ইং-১০/০২/২০২০ তারিখ জানুয়ারী/২০২০ মাসের কল্যাণ সভায় মাননীয় জেলা পুলিশ সুপার আশরাফ হোসেন মহোদয় শ্রেষ্ঠ অফিসারদের হাতে ক্রেষ্ট তুলে দেন।