নিজস্ব প্রতিবেদক : যশোরে লটারির মাধ্যমে পুলিশের ৩৪জন উপপরিদর্শকের (এসআই) বদলি ও পদায়ন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ সুপার মোহাম্মদ আশরাফ হোসেন নিজ দপ্তরে লটারির মাধ্যমে ওই কর্মকর্তাদের থানা, ফাঁড়িসহ বিভিন্ন ইউনিটে পদায়ন নিশ্চিত করেন। এতে স্বচ্ছতা নিশ্চিত হয়েছে।
যশোর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, পদায়নের ক্ষেত্রে নানা রকমের অভিযোগ থাকে। পদায়নে স্বচ্ছতা নিশ্চিতে স্থায়ী নিয়োগ পাওয়া ৩৪জন উপ-পরিদর্শকের (এসআই) পদায়নে লটারির ব্যবস্থা করেছেন পুলিশ সুপার মহোদয়। এতে স্বচ্ছতা নিশ্চিত হয়েছে। এসআই পদে পদায়ন পাওয়া ৩৪জনের মধ্যে ১৭জন বহিরাগত ক্যাডেট ও ১৭জন বিভাগীয় সদস্য। তারা এক বছর শিক্ষানবিশকাল সম্পন্ন করায় এসআই পদে স্থায়ীভাবে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। এদের মধ্যে একজন নারী রয়েছেন।
তিনি আরও বলেন, পদায়নপ্রাপ্ত কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জনগণের সেবা নিশ্চিতেু নিজ নিজ দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছেন এসপি মহোদয়। পদায়নে স্বচ্ছতা নিশ্চিত হওয়ায় কর্মকর্তারাও খুশি।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho