সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদান করান উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জি। বৃহস্পতিবার দুপুরে মোল্লা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হঠ্যাৎ করেই বিদ্যালয়টি পরিদর্শন করেন। পরে পরিদর্শন খাতায় স্বাক্ষর করার পর স্কুলের বিভিন্ন শ্রেণি কক্ষে গিয়ে শিক্ষার্থীদের পাঠদান করান।
পরিদর্শন কালে সাথে ছিলেন,উপজেলা ভাইস চেয়ারম্যান আলকাজ খন্দকার লিটন,উত্তর বড়দল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম,বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদা কুমকুম,স্কুলের সহকারী শিক্ষকগন,আলী আহমদ মেম্বারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।