
ভালোবেসে বিয়ে করেছেন জনপ্রিয় দুই তারকা বিরাট ও আনুশকা শর্মা। এই তারকা জুটির ভালোবাসার কথা কারও অজানা নয়। আর এবারের ভ্যালেন্টাইনস ডে তারা কাটাচ্ছেন অন্যভাবে। ভারতের নিউজিল্যান্ড সফরের মাঝে অকল্যান্ডের রাস্তায় বিরাট- আনুশকার গোপন ডেটিং নজর এড়ায়নি পাপারাজ্জিদের। ইন্টারনেটে প্রকাশ পেয়েছে সেই ছবি।
শ্রীলংকায় তার পরবর্তী ছবি বোম্বে ভেলভেটের জন্য তখন শুটিংয়ের কাজ সারছেন আনুশকা। তবে এক মুহূর্ত সময় নষ্ট করেননি বিরাট। তাই আনুশকাকে সারপ্রাইজ দিতে উড়ে গিয়েছিলেন দ্বীপরাষ্ট্রে।
ক্রিকেট-বলিউডের প্রেম ভারতবর্ষে নতুন হয়। সূচনা হয়েছিল সেই টাইগার পতৌদি ও শর্মিলা ঠাকুরকে দিয়ে। বিরাট- আনুশকা, হরভজন-গীতা বাসরা– যার যোগ্য উত্তরসূরি বলা চলে। তালিকায় রয়েছে আরও একাধিক নাম, কিন্তু বিরাট-আনুশকা সবার চেয়ে আলাদা।অন্যদিকে ২১ ফেব্রুয়ারি উইলিয়ামসনদের বিপক্ষে টেস্ট সিরিজে মুখোমুখি হবে কোহলি নেতৃত্বাধীন ভারতীয় দল। তবে ভ্যালেন্টাইনস ডেতে বিরাটকে মিস করতে রাজি নন আনুশকা। তাই ইতিমধ্যে নিউজিল্যান্ড পৌঁছে গেছেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho