সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) ছবিটির বেশকিছু দৃশ্যের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে সারা আলি খান আর কার্তিক আরিয়ানের দীর্ঘ চুমু, ‘আনড্রেস’ হওয়া, যৌনতা সংক্রান্ত শব্দ এবং অশালীন গালিগালাজ। এসব বাদ দিয়ে ছবিকে প্রেক্ষাগৃহে আনার নির্দেশ দিয়েছে সিবিএফসি।অশালীন গালিগালাজের বদলে অন্য শব্দ ব্যবহারের নির্দেশ দেয়া হয়েছে।
শুধু তাই নয়, পরিচালক ইমতিয়াজ আলির এই ছবিতে সারার ক্লিভেজের দৃশ্য আবছা (ব্লার) করে দেয়ার নির্দেশও দেয়া হয়েছে।মজার বিষয় হলো ইমতিয়াজ আলী পরিচালিত একই নামের ছবিতে অভিনয় করেছিলেন সারার বাবা সাইফ আলী খান। ২০০৯ সালে মুক্তি পেয়েছিল ‘লাভ আজ কাল’ নামের সেই ছবি। তাতে সাইফের নায়িকা ছিলেন দীপিকা পাড়ুকোন। নতুন এ ছবিটিকে ২০০৯ সালের মুক্তি পাওয়া ছবির সিক্যুয়েল বলতে নারাজ ছবির নির্মাতা ও কলাকুশলীরা। তাদের দাবি, প্রেমের গল্প বললেও এটা সম্পূর্ন নতুন ছবি