স্টাফ রিপোর্টারঃ
নানা অভিযোগে অভিযুক্ত যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের পুলিশ ইমিগ্রেশনের ওসি খোরশেদ আলমকে অবশেষে বদলি করা হয়েছে। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খাঁন।
এর আগে খোরশেদ আলমের বিরুদ্ধে চেকপোস্ট দিয়ে ভারত গমনাগমনকারীদের কাছ থেকে পুলিশ ইমিগ্রেশনে উৎকোচ আদায়ের অভিযোগে উঠে। এ সময় একাধিক পত্রিকায় তার বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হয়।
খবরে বলা হয়, ইমিগ্রেশনে টাকা আদায়ের জন্য বেশ ক’জন বহিরাগত দালাল নিয়োগ দিয়েছেন ওসি খোরশেদ আলম। যাত্রীদের কাছ থেকে বিভিন্ন অভিযোগে প্রতিদিন প্রায় দুই লাখ টাকা আদায় করছিলেন তিনি।
পুলিশের একটি সূত্র জানায়, বৃহস্পতিবার বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে আহসান হাবিব ও মোহসিন উদ্দিন নামে দুইজন ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন।
সূত্রের দাবি, তার বিরুদ্ধে একাধিক প্রত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ায় বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসে। পরে তাকে অন্যত্র বদলি করেছেন বলে জানা গেছে।