স্টাফ রিপোর্টার :=
দুই দিনের ভারত সফরে গিয়ে মাত্র তিনঘণ্টার জন্য আহমেদাবাদ যাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সময়টুকুর জন্য গুজরাট রাজ্য খরচ করছে ১০০ কোটি টাকা!
ট্রাম্পকে স্বাগত জানাতে কার্যত ঢেলে সাজছে গুজরাট। নতুন করে তৈরি হচ্ছে রাস্তা। পড়ছে রঙের নতুন প্রলেপ। সাজিয়ে তোলা হচ্ছে রাস্তার দু’পাশ। পাশাপাশি ট্রাম্প ও মোদির মনোরঞ্জনের জন্যও বিশাল আয়োজন করা হচ্ছে।
২৪ ফেব্রুয়ারি ট্রাম্পকে স্বাগত জানাতে বাজেট যেন বাধা হয়ে না দাঁড়ায় সে বিষয়ে সরকার থেকে নির্দেশ দেয়া হয়েছে। সূত্রের খবর, শহরকে সাজানোর জন্য প্রত্যেক বিভাগকে হাত খুলে খরচ করার নির্দেশও দেওয়া হয়েছে।
ট্রাম্প যে পথ দিয়ে বিমানবন্দর থেকে সবরমতী আশ্রমে যাবেন সেই রাস্তা পুনর্নির্মাণ করা হচ্ছে। এই খাতে প্রায় ৮০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।