শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

ছাতকে একটি গাভী তিন বাচ্ছার জন্ম

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের ছাতক উপজেলায় একটি গৃহপালিত গাভী এক সাথে পর পর তিনটি বাচ্ছা জন্ম দিয়েছে। এক সাথে জন্ম দেয়া তিনটি বাচ্ছার মধ্যে দুটি পুরুষ ও একটি মহিলা বাচ্ছা।
ঘটনাটি আশ্চর্য্য জনক হলেও সত্য।
এমন সংবাদে উপজেলার কালারুকা ইউনিয়নের রায়সন্তোষপুর গ্রামের নোমান আহমদের বাড়িতে এলাকার উৎসুক জনতা রোববার দিনভর ভিড় করে।
স্থানীয় এলাকাবাসী জানান,উপস্থিত বয়বৃদ্ধসহ এলাকার লোকজন এটি আজব ঘটনা বলে আখ্যায়িত করছেন। তাদের মতে একটি গাভি একটি বাচ্ছা জন্ম দিতে শুনেছেন। কিন্তু এক সাথে এভাবে তিনটি বাচ্ছা জন্ম দেয়া এটি প্রথম তাদের চোখের সামনে দৃশ্যমান হলো। নিশ্চিত এটি আজব ঘটনা।
গাভীর মালিক নোমান আহমদ জানান,রোববার সকাল সাড়ে ১১টায় দিকে তার গৃহপালিত গাভী এক সাথে পর পর তিনটি বাচ্ছা জন্ম দিয়েছে। বাচ্ছাগুলো মোটা মোটি সুস্থ্য আছে বলে তিনি জানিয়েছেন

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

ছাতকে একটি গাভী তিন বাচ্ছার জন্ম

প্রকাশের সময় : ০৮:০৪:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২০
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের ছাতক উপজেলায় একটি গৃহপালিত গাভী এক সাথে পর পর তিনটি বাচ্ছা জন্ম দিয়েছে। এক সাথে জন্ম দেয়া তিনটি বাচ্ছার মধ্যে দুটি পুরুষ ও একটি মহিলা বাচ্ছা।
ঘটনাটি আশ্চর্য্য জনক হলেও সত্য।
এমন সংবাদে উপজেলার কালারুকা ইউনিয়নের রায়সন্তোষপুর গ্রামের নোমান আহমদের বাড়িতে এলাকার উৎসুক জনতা রোববার দিনভর ভিড় করে।
স্থানীয় এলাকাবাসী জানান,উপস্থিত বয়বৃদ্ধসহ এলাকার লোকজন এটি আজব ঘটনা বলে আখ্যায়িত করছেন। তাদের মতে একটি গাভি একটি বাচ্ছা জন্ম দিতে শুনেছেন। কিন্তু এক সাথে এভাবে তিনটি বাচ্ছা জন্ম দেয়া এটি প্রথম তাদের চোখের সামনে দৃশ্যমান হলো। নিশ্চিত এটি আজব ঘটনা।
গাভীর মালিক নোমান আহমদ জানান,রোববার সকাল সাড়ে ১১টায় দিকে তার গৃহপালিত গাভী এক সাথে পর পর তিনটি বাচ্ছা জন্ম দিয়েছে। বাচ্ছাগুলো মোটা মোটি সুস্থ্য আছে বলে তিনি জানিয়েছেন