শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে জামিনের আবেদন খালেদার

আলহাজ্ব হাফিজুর রহমান :=

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া জামিনের জন্য ফের হাইকোর্টে আবেদন করেছেন।

চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে জামিন চেয়ে মঙ্গলবার এ আবেদন করেছেন বলে জানান তার আইনজীবী প্যানেলের সদস্য সগির হোসেন লিয়ন। কার্যতালিকায় আসলে বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে গঠিত বেঞ্চে এর ওপর শুনানি হতে পারে বলে জানান তিনি।

এ মামলায় এর আগে হাইকোর্ট তার জামিনের আবেদন খারিজ করেছিল। পরে হাইকোর্টের ওই আদেশ বাতিল এবং জামিন চেয়ে সর্বোচ্চ আদালতে আবেদন করেছিলেন তিনি। গত বছরের ১২ ডিসেম্বর তার আবেদন খারিজ করে দেয় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে গঠিত আপিল বেঞ্চ। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়ার পর তাকে রাখা নাজিম উদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে। আপিলের ওপর শুনানি শেষে এ মামলায় হাইকোর্ট তার সাজা বাড়িয়ে ১০ বছর কারাদণ্ড দেয়। এ রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে খালেদার করা আপিল শুনানির অপেক্ষায় রয়েছে।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় ২০১৮ সালের ২৯ অক্টোবর ঢাকার বিশেষ জজ আদালত-৫ খালেদা জিয়াকে সাত বছরের কারাদণ্ড দেয়। এরপর রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল জামিনের আবেদন করেন বিএনপির চেয়ারপারসন। সাজার বিরুদ্ধে আপিল শুনানির অপেক্ষায় রয়েছে।বিএনপি চেয়ারপারসন বর্তমানে কারা কর্তৃপক্ষের অধীনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে জামিনের আবেদন খালেদার

প্রকাশের সময় : ০৭:০০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২০
আলহাজ্ব হাফিজুর রহমান :=

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া জামিনের জন্য ফের হাইকোর্টে আবেদন করেছেন।

চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে জামিন চেয়ে মঙ্গলবার এ আবেদন করেছেন বলে জানান তার আইনজীবী প্যানেলের সদস্য সগির হোসেন লিয়ন। কার্যতালিকায় আসলে বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে গঠিত বেঞ্চে এর ওপর শুনানি হতে পারে বলে জানান তিনি।

এ মামলায় এর আগে হাইকোর্ট তার জামিনের আবেদন খারিজ করেছিল। পরে হাইকোর্টের ওই আদেশ বাতিল এবং জামিন চেয়ে সর্বোচ্চ আদালতে আবেদন করেছিলেন তিনি। গত বছরের ১২ ডিসেম্বর তার আবেদন খারিজ করে দেয় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে গঠিত আপিল বেঞ্চ। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়ার পর তাকে রাখা নাজিম উদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে। আপিলের ওপর শুনানি শেষে এ মামলায় হাইকোর্ট তার সাজা বাড়িয়ে ১০ বছর কারাদণ্ড দেয়। এ রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে খালেদার করা আপিল শুনানির অপেক্ষায় রয়েছে।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় ২০১৮ সালের ২৯ অক্টোবর ঢাকার বিশেষ জজ আদালত-৫ খালেদা জিয়াকে সাত বছরের কারাদণ্ড দেয়। এরপর রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল জামিনের আবেদন করেন বিএনপির চেয়ারপারসন। সাজার বিরুদ্ধে আপিল শুনানির অপেক্ষায় রয়েছে।বিএনপি চেয়ারপারসন বর্তমানে কারা কর্তৃপক্ষের অধীনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন।