
ভারতে ৪ বছর কারাভোগের পর ৮ বাংলাদেশী যুবককে বাংলাদেশে হস্তান্তর করেছে করেছে ভারতীয় পুলিশ । বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে।
সোমবার রাতে তাদের হস্তান্তর করা হয়।ফেরত আসা যুবকরা হলো- নোয়াখালী জেলার আব্দুল সাত্তারের ছেলে ফজলুর রহমান, আকবরের ছেলে ইমরান, হানিফের ছেলে আক্তার হোসেন, জাফর আহমেদের ছেলে আজাদ হোসেন, আহামেদ শেখের ছেলে নাছির উদ্দিন, চাঁদপুর জেলার আব্দুর রাজ্জাকের ছেলে কামরুল ইসলাম, লক্ষীপুর জেলার আমির হোসেনের ছেলে রুবেল হোসেন, ফেনি জেলার শামছুল হকের ছেলে দুলাল হোসেন।
বেনাপোল ইমিগ্রেশন ওসি মহসিন হোসেন (তদন্ত) বলেন, ভাল কাজের আশায় দালালদের খপ্পরে পড়ে এরা ৪ বছর আগে ভারতে যায়। সেখানে তারা দিল্লিতে কাজ করার সময় সেদেশের পুলিশের কাছে আটক হয়। এরপর তারা ভারতের দিল্লির একটি জেল খানায় ৪ বছর আটক থাকে। দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রানালয় চিঠি চালাচালির এক পর্যায়ে তাদের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে বেনাপোল দিয়ে দেশে ফেরত পাঠায়। ফেরত আসাদের আনুষ্টানিকতা শেষ করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, থানার আনুষ্ঠানিকতা শেষে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho