
রোকনুজ্জামান রিপন :=
যশোর-৬ (কেশবপুর) আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়া আওয়ামী লীগের জেলা সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে (ম্যুরাল) ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে তার নির্বাচনী প্রচার শুরু করেছেন। ঢাকা থেকে যশোর পৌঁছে গতকাল বুধবার দুপুরে তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে এই শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি নির্বাচনী এলাকায় যান এবং ভোটারদের সঙ্গে কথা বলেন।
বিকেলে কেশবপুর পাবলিক মাঠে অনুষ্ঠিত কর্মিসভায় শাহীন চাকলাদার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে যে উন্নয়নের জোয়ার বইছে, কেশবপুরে সেই ধারা অব্যাহত রাখার পাশাপাশি দলকে ঐক্যবদ্ধ রাখাতে তিনি কাজ করবেন। কেশবপুরে কোনো অস্ত্রধারী, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ীর জায়গা হবে না বলেও ঘোষণা দেন তিনি।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার রুহুল আমিনের সভাপতিত্বে কর্মিসভায় আরও বক্তব্য দেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, কেশবপুর উপজেলা সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, উপজেলা চেয়ারম্যান কাজী রফিকুল ইসলাম, পৌর মেয়র রফিকুল ইসলাম, যশোরের পিপি অ্যাডভোকেট রফিকুল ইসলাম পিটু, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবেয়া ইকবাল, আওয়ামী লীগ নেতা গৌতম রায় প্রমুখ। কর্মিসভায় উপজেলার ১১টি ইউনিয়নের চেয়ারম্যান ও স্থানীয় নেতাদের নেতৃত্বে মিছিল সহকারে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
এর আগে মঙ্গলবার শাহীন চাকলাদারের পক্ষে জেলা নির্বাচন কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের নেতারা।
গত ২১ জানুয়ারি সংসদ সদস্য ইসমাত আরা সাদেকের মৃত্যুতে এ আসনটি শূন্য হয়। উপনির্বাচনে দলীয় মনোনয়ন পান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলার তিন মেয়াদে নির্বাচিত চেয়ারম্যান শাহীন চাকলাদার। আগামী ২৯ মার্চ এ আসনে ভোটগ্রহণ হবে।