বেনাপোলের বাইপাস সড়কে ফেন্সিডিল সহ গ্রেফতার-১। যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযান ভারতীয় ফেন্সিডিল সহ মোঃ সোহেল আল-মামুন(২২) নামে এক মাদক বহনকারী গ্রেফতার। গ্রেফতার মাদক বহনকারী সোহেল ছোট আঁচড়া গ্রামের মোঃ মফিজুর রহমান এর ছেলে।
গত রাত সাড়ে ১১ সময় বেনাপোল পোর্ট থানা পুলিশের এসআই জাকির হোসেন,এএসআই রবিউল ইসলাম ও কনেস্টবল আবুল কালাম আজাদ গোপন সংবাদের ভিত্তিতে ভবারবেড় গ্রামস্থ ফল রাজুর বাড়ির সামনে পাকা রাস্তার উপর থেকে ৭৮ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ একজন মাদক বহনকারীকে গ্রেফতার করে।
বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন ভবারবেড় গ্রামস্থ ফল রাজুর বাড়ির সামনে পাকা রাস্তার উপর থেকে সোহেল নামে এক মাদক বহনকারীর শরীরে অভিনব কায়দায় রাখা ৭৮ বোতল ফেন্সিডিল সহ তাকে গ্রেফতার করা হয়। মাদক সহ আসামীকে আগামীকাল যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হবে।