
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত সফরের মধ্যেই সোমবার দিল্লিতে আবারও বিক্ষোভ হয়েছে। সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বিরোধী এই বিক্ষোভে সংঘর্ষ, ভাঙচুর ও আগুনের ঘটনা ঘটেছে। এতে একজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জ করে পুলিশ। কাঁদানে গ্যাসও ছোড়ে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সহিংসতায় দিল্লি পুলিশের একজন কনস্টেবল নিহত এবং একজন জেলা প্রশাসক (ডিসিপি) আহত হয়েছেন। বিক্ষোভকারীরা ইট-পাটকেল নিক্ষেপ করেছে। যানবাহন ও দোকান জ্বালিয়ে দিয়েছে। দিল্লিতে আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতে আসার কয়েক ঘণ্টা আগে এই সহিংসতা ঘটে।
সোমবারই সপরিবারে দুদিনের ভারত সফরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সকালে আমেদাবাদ হয়ে আগরা গিয়েছেন তারা। সেখান থেকে দিল্লি যাবেন। তার মধ্যেই পরিস্থিতি এমন চরম আকার ধারণ করায় উদ্বেগ বাড়ছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho