
ঢাকা ব্যুরো :=
উবারে কিংবা ট্যাক্সিতে উঠে হেনস্থার শিকার হয়েছেন অনেকেই। দেশে বিদেশে এমন ঘটনা ঘটছে প্রতিনিয়তই।এবার উবারে উঠে বিপদে পড়েছেন জনপ্রিয় চিত্র নায়িকা সোনম কাপুর। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনম কাপুরের একটি পোস্ট ফের একবার প্রমাণ করে দিল, দেশ হোক বা বিদেশ উবর চালকদের অভব্য আচরণ সর্বত্রই এক।
বিয়ের পর স্বামীর সঙ্গে লন্ডনেই থাকেন সোনম। সেখানেই অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে সোনমকে। আর সেইঅভিজ্ঞতার কথা তিনি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। ট্যুইটে সোনম লিখেছেন, উবরে উঠে এক ভয়ংকর অভিজ্ঞতা হয়েছে তার। ড্রাইভার ভারসাম্যহীন ছিলেন। গালি দিচ্ছিলেন এবং চিৎকার করছিলেন। আর আমি ভয়ে কাঁপছিলাম।’
সবাইকে সাবধান করে পোস্টে তিনি বলেন উবর না নিয়ে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করাই সেরা উপায়। সোনম কাপুর এবং আনন্দ আহুজার লন্ডনে একটি বাড়ি আছে। বছরে বেশ অনেকটা সময় লন্ডনে কাটান তারা। সোনম কাপুরকে সর্বশেষ দেখা গেছে ‘দ্য জোয়া ফ্যাক্টর’ ছবিতে।