Barta Kontho
নিবন্ধন নম্বর: ৪৬১মঙ্গলবার , ২৫ ফেব্রুয়ারি ২০২০
 1. 1st Lead
 2. 2nd Lead
 3. অপরাধ
 4. আইটি বিশ্ব
 5. আইন ও আদালত
 6. আন্তর্জাতিক
 7. আবহাওয়া
 8. ইসলাম
 9. খেলাধুলা
 10. চাকুরি
 11. ছবি ঘর
 12. জাতীয়
 13. জেলার খবর
 14. ট্রাভেল
 15. নির্বাচন

ক্ষমতাচ্যুত হওয়া মিসরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মুবারক মারা গেছেন

Shahriar Hossain
ফেব্রুয়ারি ২৫, ২০২০ ৬:০২ অপরাহ্ণ
Link Copied!

সাজ্জাদুল ইসলাম সৌরভ :=

ক্ষমতাচ্যুত হওয়া মিসরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মুবারক মারা গেছেন। ৯১ বছর বয়সী এই স্বৈরশাসক মঙ্গলবার মারা যান বলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে। কয়েক সপ্তাহ আগে অসুস্থ হোসনি মুবারকের অস্ত্রপচার সম্পন্ন হয়েছিল। পরে শারীরিক অবস্থার অবনতি ঘটলে কায়রোর একটি সামরিক হাসপাতালে নেয়া হয়। মঙ্গলবার সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে তার ছেলে আলা জানিয়েছিলেন, হোসনি মুবারক কায়রোর সামরিক হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক। ২০১১ সালে আরব বসন্তের সময় দেশটিতে স্বৈরশাসনবিরোধী গণআন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হন হোসনি মুবারক। ১৯৮১ সালে দেশটির চতুর্থ প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসেন তিনি। আরব বসন্তের সময় কয়েকশ বিক্ষোভকারীকে হত্যার অভিযোগে গ্রেফতার হন তিনি। সেই সময় আরব বিশ্বের বিভিন্ন দেশে জেঁকে বসা স্বৈরতন্ত্রের ভিত কাঁপিয়ে দিয়েছিল তিউনিশিয়ায় শুরু হওয়া আরব বসন্ত।

২০১১ সালের জানুয়ারিতে শুরু হওয়া বিক্ষোভের ১৮ দিনের মাথায় ক্ষমতাচ্যুত হয়েছিলেন হোসনি মোবারক। আরব বসন্তের সময় তার নির্দেশে ২৩৯ বিক্ষোভকারীকে নিরাপত্তা বাহিনী সদস্যরা গুলি চালিয়ে হত্যা করেন বলে আদালতে প্রমাণিত হয়। ফলে ২০১২ সালে দেশটির নিম্ন-আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়।

কিন্তু ওই রায়ের বিরুদ্ধে দু’বার উচ্চ আদালতে আপিল করেন হোসনি মোবারক। এছাড়া সরকারি তহবিল তসরুফের অভিযোগেও তিন বছরের কারাদণ্ড ভোগ করেন তিনি। ২০১৭ সালে তার বিরুদ্ধে আনা অভিযোগ থেকে খালাস পাওয়ার পর কারাগার থেকে মুক্তি পান হোসনি মোবারক।

১৯২৮ সালে মিসরের নীল নদ ঘেঁষা প্রত্যন্ত এক গ্রামে জন্ম হোসনি মোবারকের। দুর্নীতি, পুলিশি নিষ্ঠুরতা ও রাজ্রনৈতিক নিপীড়নে জর্জরিত তার শাসনামলে মিসরের অর্থনৈতিক অবস্থা ভয়াবহ সঙ্কটের মুখে পড়ে। ১৯৪৯ সালে দেশটির বিমানবাহিনীতে যোগ দেন তিনি। পাইলট হিসেবে ওই বছরই পদোন্নতি পাওয়া হোসনি মুবারক ১৯৭২ সালে দেশটির বিমানবাহিনীর প্রধান হন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
%d bloggers like this: