এম ডি ওসমান , শার্শা ব্যুরো :=
যশোরের শার্শার নাভারণ বাজারে বেশি দামে মাংস বিক্রির অভিযোগে ৭জন মাংস ব্যবসায়ীর কাছ ৩৫হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেলে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম এ অভিযান পরিচালনা করেন।
নাভারণ বাজারের মাংস ব্যবসায়ী মশিয়ার,লালন, মফিজুল ইসলাম, সোহেল রানা,হাবিবুর রহমান,সাইদুল ইসলাম ও হযরত আলীকে, ৩৫০০০/- (পঁয়ত্রিশ) হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে।
বাজারে বেশি দামে মাংস বিক্রি,মূল্য তালকা না রাখায় ভোক্তাঅধিকার ইউনে এ জরিমানা করা হয।আগামী ১সপ্তাহের মধ্যে মূল্য তালিকা প্রদর্শন ও স্বাস্থ্য সম্মত মাংশ বিক্রির এবং পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষায় অনিয়ম ও ভেজালের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি । বিভিন্ন অনিয়মের অভিযোগ তোলের ক্রেতা সাধারন।