সুনামগঞ্জের তাহিরপুরে বঙ্গবন্ধু ছাত্র পরিষদে সভাপতি সোহাগ ও সম্পাদক রাসেল
-
নিজস্ব সংবাদদাতা
-
প্রকাশের সময় :
১০:১০:১৮ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২০
-
১৯৫
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বঙ্গবন্ধু ছাত্র পরিষদের কমিটি গঠন করা হয়েছে। একমিটিতে আজহারুল ইসলাম সোহাগকে সভাপতি ও রাসেল সিকদারকে সাধারণ সম্পাদক করে ৫১সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
বঙ্গবন্ধু ছাত্র পরিষদের জেলা শাখার আহবায়ক ফয়সাল আহমদ চৌধুরী স্বারিত দলীয় পেডে মঙ্গলবার রাতে এ কমিটি অনুমোদন করে। নবগঠিত কমিটিতে সিনিয়র সহসভাপতি করা হয়েছে,রাহাতুল ইসলাম রাতুল। সহ সভাপতি পদে মোকাদ্দির আলম শরিফ,জয়নাল আবেদিন দূর্জয়,রুমান আহমেদ তুষার,এনামুল হক জুনায়েদ,মেজাম্মেল হক,সাইদুল ইসলাম মনির,জুনায়েদ আহমেদ নিরাগ,আশরাফুল ইসলাম আকাশ,ফয়সাল আহমদ,অপু তালুকদার। সহসাধারণ সম্পাদক পদে রাসেল আমহদ শুভ,আবু সুফিয়ান রনি,জহিরুল ইসলাম টুটুল,হানিফ আহমদ,মনিরাজ শাহ,শয়ন সিদ্দিক,মাজেদুল ইসলাম,অলক পাল রাজ,মামুন হাসান বিজয়,তামজীদ হোসেন মিজু। সাংগঠনিক সম্পাদক পদে ফারিয়ান আহমেদ শাহিন,কামরান আহমেদ,সাহেব নূর শিকদার,মনির আহমেদ,মাসুদ আহমেদ রাজ,বাধঁন আহমেদ,বাহার হাসান,নিয়াজ আহমেদ,মোঃ মুন্না,সজিব আল হাসান অভি,নিলয় আলমগীর।
প্রচার সম্পাদক পদে মিনহাজুল ইসলাম,উপ প্রচার সম্পাদক শুভ মল্লিক, দপ্তর সম্পাদক এম এ ইয়াসিন আরাফাত,উপ দপ্তর সম্পাদক আমিন খাঁন শিকদার,ক্রীড়া সম্পাদক জাকির হোসেন,উপ ক্রীড়া সম্পাদক সিহাব শিকদার,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রাইসুল আহমেদ রিফাত,উপ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সুধয় আশ্চর্য্য,সদস্য নাঈম আহমেদ জিসান,সেজল মিয়া,নাঈম মিয়া,হোসেন মল্লিক,মাহমুদ দেলোয়ার,ময়নারুল হক,শাওন সিকদার,আরিফুর ইসলাম,কাওছার আহমেদ।