শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১৮ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

অমিত শাহ কোথায়: সোনিয়া

নয়াদিল্লী, ২৬ ফেব্রুয়ারি- দিল্লির সহিংসতার  জন্য কেন্দ্রকে দায়ী করে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। একই সঙ্গে যথাযত পদক্ষেপ না করার জন্য দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালেরও কঠোর সমালোচনা করেন তিনি।

বিবিসির খবরে বলা হয়েছে, বুধবার দিল্লিতে দলের সদর দফতরে দিল্লির উদ্ভূত পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান সোনিয়া গান্ধী।

দিল্লি সহিংসতার দায় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিতে হবে – একথা উল্লেখ করে সোনিয়া গান্ধী প্রশ্ন তোলেন, ‘অমিত শাহ কোথায়? পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে জেনেও কেন তিনি আধাসামরিক বাহিনী তলব করেননি?’

সংঘর্ষ এত বড় আকার নেয়ার জন্য অমিতকে নিশানা করে সোনিয়া এ দিন বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীসহ গোটা কেন্দ্রীয় সরকারই এর জন্য দায়ী। অমিত শাহের ইস্তফা দিন, কংগ্রেস এই দাবি করছে।’

তিনি আরও বলেন, ‘কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের নীরবতা একটা আঘাত।’ এছাড়া তিনি  দিল্লির সহিংসতাকে ‘ষড়যন্ত্র’ হিসেবে বর্ণনা করেন।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

অমিত শাহ কোথায়: সোনিয়া

প্রকাশের সময় : ০৮:২৭:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২০

নয়াদিল্লী, ২৬ ফেব্রুয়ারি- দিল্লির সহিংসতার  জন্য কেন্দ্রকে দায়ী করে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। একই সঙ্গে যথাযত পদক্ষেপ না করার জন্য দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালেরও কঠোর সমালোচনা করেন তিনি।

বিবিসির খবরে বলা হয়েছে, বুধবার দিল্লিতে দলের সদর দফতরে দিল্লির উদ্ভূত পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান সোনিয়া গান্ধী।

দিল্লি সহিংসতার দায় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিতে হবে – একথা উল্লেখ করে সোনিয়া গান্ধী প্রশ্ন তোলেন, ‘অমিত শাহ কোথায়? পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে জেনেও কেন তিনি আধাসামরিক বাহিনী তলব করেননি?’

সংঘর্ষ এত বড় আকার নেয়ার জন্য অমিতকে নিশানা করে সোনিয়া এ দিন বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীসহ গোটা কেন্দ্রীয় সরকারই এর জন্য দায়ী। অমিত শাহের ইস্তফা দিন, কংগ্রেস এই দাবি করছে।’

তিনি আরও বলেন, ‘কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের নীরবতা একটা আঘাত।’ এছাড়া তিনি  দিল্লির সহিংসতাকে ‘ষড়যন্ত্র’ হিসেবে বর্ণনা করেন।