রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

যশোরে সড়ক দূর্ঘটনায় ২ জন নিহত , আহত –৪

যশোর ব্যুরো :=
যশোর-বাঘারপাড়া সড়ক’র গাইদঘাট কোল্ড স্টোরেজের সামনে শুক্রবার বিকেলে সড়ক দুর্ঘটনায় ২ জন মারা গেছে। এ সময় আহত হয়েছে আরো ৪জন।
নিহতরা হলেন, যশোরের বাঘারপাড়ার গাইদঘাট ঘোপপাড়ার মৃত মুজিবর শিকদারের স্ত্রী বুদ্ধি প্রতিবন্ধী ফুল বানু বেগম (৬৫) ও ট্রাকের ড্রাইভার মাগুরার শালিখার হরিশপুর দেয়াডাঙ্গা গ্রামের আব্দুল লতিফের ছেলে আল-আমিন (২৫)। এ সময় ট্রাকের পেছনে বগিতে থাকা ৪ জন শ্রমিক আহত হয়।
আহতরা হলেন- হরিশপুর দেয়াডাঙ্গার ইজাজ বিশ্বাসের ছেলে মেহেদী হাসান (২২), একই গ্রামের নুর আলীর ছেলে আলী হামজা (২৪), কুবাদ আলীর ছেলে মাসুম বিল্লাহ (২২) ও এসকেন মোল্লার ছেলে লিমন হোসেন (২০)।

যশোরের খাজুরা পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই জুম্মান খান জানান, যশোর থেকে ছেড়ে আসা ইট বহনকারী যশোর-ট-১১-৫৩১৬ ট্রাকটি বুদ্ধি প্রতিবন্ধী পথচারী ফুল বানুকে চাপা দেয়। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে একটি মোটা রেইন্টি গাছে ধাক্কা লাগলে ট্রাক চালক আল-আমিন মারা যান।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে ও আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠায়। নিহতের পরিবারের আবেদনের পেেিত লাশ ময়নাতদন্ত ছাড়াই তাদের হাতে হস্তান্তর করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে বাঘারপাড়া থানায়। বর্তমানে ঘাতক ট্রাকটি তাদের হেফাজতে রয়েছে বলে এস আই জানান।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

যশোরে সড়ক দূর্ঘটনায় ২ জন নিহত , আহত –৪

প্রকাশের সময় : ০৮:৩০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২০
যশোর ব্যুরো :=
যশোর-বাঘারপাড়া সড়ক’র গাইদঘাট কোল্ড স্টোরেজের সামনে শুক্রবার বিকেলে সড়ক দুর্ঘটনায় ২ জন মারা গেছে। এ সময় আহত হয়েছে আরো ৪জন।
নিহতরা হলেন, যশোরের বাঘারপাড়ার গাইদঘাট ঘোপপাড়ার মৃত মুজিবর শিকদারের স্ত্রী বুদ্ধি প্রতিবন্ধী ফুল বানু বেগম (৬৫) ও ট্রাকের ড্রাইভার মাগুরার শালিখার হরিশপুর দেয়াডাঙ্গা গ্রামের আব্দুল লতিফের ছেলে আল-আমিন (২৫)। এ সময় ট্রাকের পেছনে বগিতে থাকা ৪ জন শ্রমিক আহত হয়।
আহতরা হলেন- হরিশপুর দেয়াডাঙ্গার ইজাজ বিশ্বাসের ছেলে মেহেদী হাসান (২২), একই গ্রামের নুর আলীর ছেলে আলী হামজা (২৪), কুবাদ আলীর ছেলে মাসুম বিল্লাহ (২২) ও এসকেন মোল্লার ছেলে লিমন হোসেন (২০)।

যশোরের খাজুরা পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই জুম্মান খান জানান, যশোর থেকে ছেড়ে আসা ইট বহনকারী যশোর-ট-১১-৫৩১৬ ট্রাকটি বুদ্ধি প্রতিবন্ধী পথচারী ফুল বানুকে চাপা দেয়। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে একটি মোটা রেইন্টি গাছে ধাক্কা লাগলে ট্রাক চালক আল-আমিন মারা যান।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে ও আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠায়। নিহতের পরিবারের আবেদনের পেেিত লাশ ময়নাতদন্ত ছাড়াই তাদের হাতে হস্তান্তর করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে বাঘারপাড়া থানায়। বর্তমানে ঘাতক ট্রাকটি তাদের হেফাজতে রয়েছে বলে এস আই জানান।