শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

ডিইউজের সভাপতি আফ্রাদ, সম্পাদক তপু

ঢাকা ব্যুরো :=

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি নির্বাচিত হয়েছেন কুদ্দুস আফ্রাদ (আনন্দবাজার) এবং সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন সাজ্জাদ আলম খান তপু (যমুনা টিভি)।শনিবার (২৯ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শেষে রাত সাড়ে ৯টার দিকে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাশেম হুমায়ুন।৬৫০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন কুদ্দুস আফ্রাদ। সাধারণ সম্পাদক পদে তপু ৪৭৫ ভোট পান। তারা দুজন একই প্যানেল থেকে নির্বাচনে অংশ নেন।

এর আগে সকাল ৯টা থেকে জাতীয় প্রেস ক্লাবে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে বিকেল ৫টা পর্যন্ত চলে ভোট। নির্বাচনে তিন হাজার ১৬০ জন ভোটারের মধ্যে দুই হাজার ৪৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

ডিইউজে নির্বাচিত অন্যান্যরা হলেন- সহসভাপতি এম এ কুদ্দুস (৬৭৮ ভোট), যুগ্ম সম্পাদক খায়রুল আলম (৭৬৯ ভোট), কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম (৬৯৩ ভোট), সাংগঠনিক সম্পাদক এ জিহাদুর রহমান জিহাদ (৬৫৮ ভোট), প্রচার সম্পাদক আসাদুজ্জামন (৬৩৯ ভোট), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দুলাল খান (৫৩৭ ভোট), জনকল্যাণ সম্পাদক সোহেলী চৌধুরী (৫১৩ ভোট) এবং দপ্তর সম্পাদক জান্নাতুল ফেরদৌস চৌধুরী (৬১৬ ভোট)।

সদস্য পদে নির্বাচিতরা হলেন- সুরাইয়া অনু (৭৭১ ভোট), জি এম মাসুদ ঢালী (৬৮৮ ভোট), শাকিলা পারভিন (৬৫০ ভোট), শাহনাজ পারভিন এলিস (৬১২ ভোট), রাজু হামিদ (৫৬১ ভোট), ইব্রাহিম খলিল খোকন (৫৪০ ভোট), সেলিমুল্লাহ সেলিম (৫০৩ ভোট), অজিত কুমার হালদার (৫০১ ভোট) ও এ এম শাহজাহান মিয়া (৪৫৩)।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

ডিইউজের সভাপতি আফ্রাদ, সম্পাদক তপু

প্রকাশের সময় : ০৭:২৮:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২০
ঢাকা ব্যুরো :=

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি নির্বাচিত হয়েছেন কুদ্দুস আফ্রাদ (আনন্দবাজার) এবং সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন সাজ্জাদ আলম খান তপু (যমুনা টিভি)।শনিবার (২৯ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শেষে রাত সাড়ে ৯টার দিকে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাশেম হুমায়ুন।৬৫০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন কুদ্দুস আফ্রাদ। সাধারণ সম্পাদক পদে তপু ৪৭৫ ভোট পান। তারা দুজন একই প্যানেল থেকে নির্বাচনে অংশ নেন।

এর আগে সকাল ৯টা থেকে জাতীয় প্রেস ক্লাবে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে বিকেল ৫টা পর্যন্ত চলে ভোট। নির্বাচনে তিন হাজার ১৬০ জন ভোটারের মধ্যে দুই হাজার ৪৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

ডিইউজে নির্বাচিত অন্যান্যরা হলেন- সহসভাপতি এম এ কুদ্দুস (৬৭৮ ভোট), যুগ্ম সম্পাদক খায়রুল আলম (৭৬৯ ভোট), কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম (৬৯৩ ভোট), সাংগঠনিক সম্পাদক এ জিহাদুর রহমান জিহাদ (৬৫৮ ভোট), প্রচার সম্পাদক আসাদুজ্জামন (৬৩৯ ভোট), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দুলাল খান (৫৩৭ ভোট), জনকল্যাণ সম্পাদক সোহেলী চৌধুরী (৫১৩ ভোট) এবং দপ্তর সম্পাদক জান্নাতুল ফেরদৌস চৌধুরী (৬১৬ ভোট)।

সদস্য পদে নির্বাচিতরা হলেন- সুরাইয়া অনু (৭৭১ ভোট), জি এম মাসুদ ঢালী (৬৮৮ ভোট), শাকিলা পারভিন (৬৫০ ভোট), শাহনাজ পারভিন এলিস (৬১২ ভোট), রাজু হামিদ (৫৬১ ভোট), ইব্রাহিম খলিল খোকন (৫৪০ ভোট), সেলিমুল্লাহ সেলিম (৫০৩ ভোট), অজিত কুমার হালদার (৫০১ ভোট) ও এ এম শাহজাহান মিয়া (৪৫৩)।