শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

যশোরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল থ্রী হুয়িলারের পাঁচ যাত্রীর

যশোর ব্যুরো :=

যশোর-ঝিনাইদহ মহাসড়কের শানতলা এলাকায় ট্রাকের ধাক্কায় থ্রী হুয়িলারের পাঁচ যাত্রী হতাহত হয়েছে৷ রোববার সকাল নয়টার দিকে সদর উপজেলা এ দুঘটনা ঘটে৷ নিহতরা হলেন সদর উপজেলার দৌলতদিহি গ্রামের আতিয়ার বিশ্বাসের ছেলে হাসান আলী বিশ্বাস(২৭) ও বাঘারপাড়া উপজেলার খলসী বহরপাড়া গ্রামের ওয়াজেদ আলীর স্ত্রী তানিয়া খাতুন(৩৮) ও শহরের পালবাড়ি এলাকার চাকলাদার কম্পেলেক্সে ভাড়া থাকতেন এবং চুড়ামন কাঠি ব্রাক অফিসের ক্যারসিয়ার পদে চাকরি করতেন৷

এছাড়াও থ্রী হুয়িলার চালক নজরুল(৫০),প্রথিক(৩০) ও মনোয়ারা (২৮) নামে তিন জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি৷ পুলিশ,হাসপাতাল ও নিহতদের স্বজনরা জানান,রোববার সকালে যশোর শহর থেকে থ্রী হুয়িলার যোগে যশোর ঝিনাইদহ মহাসড়ক দিয়ে তারা সকলেই চুড়ামনকাঠি যাচ্ছিল৷ সদর উপজেলার শানতলা এলাকায় পৌছালে পিছন থেকে একটি ট্রাকে ধাক্কা দেয়৷

এসময় থ্রী হুয়িলারের পাঁচ যাত্রী গুরুতর আহত হয়৷ পরে স্থানিয়রা আহত দের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে হাসান আলী বিশ্বাস(২৭) ও তানিয়া(৩৮)কে হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক এম আব্দুর রশীদ সকাল দশটার দিকে,মত ঘোষনা করেন এবং আহত তিন জনকে হাসপাতিলে ভর্তি করেন৷ তিনি বলেন আহত তিন জনের অবস্থা আশংকা জনক৷

জিনতে চাইলে বারোবাজার হায়ওয়ে থানর ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বলেন বিষয় টি কোতয়ালী পুলিশ দেখছে৷ আপনি কোতয়ালী থানায় যোগাযোগ করেন৷ কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ট্রাক আটক আছে৷ চালক পলাতক,থ্রী হুয়িলার থানায় আনা হয়েছে৷

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

যশোরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল থ্রী হুয়িলারের পাঁচ যাত্রীর

প্রকাশের সময় : ০৬:০৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২০
যশোর ব্যুরো :=

যশোর-ঝিনাইদহ মহাসড়কের শানতলা এলাকায় ট্রাকের ধাক্কায় থ্রী হুয়িলারের পাঁচ যাত্রী হতাহত হয়েছে৷ রোববার সকাল নয়টার দিকে সদর উপজেলা এ দুঘটনা ঘটে৷ নিহতরা হলেন সদর উপজেলার দৌলতদিহি গ্রামের আতিয়ার বিশ্বাসের ছেলে হাসান আলী বিশ্বাস(২৭) ও বাঘারপাড়া উপজেলার খলসী বহরপাড়া গ্রামের ওয়াজেদ আলীর স্ত্রী তানিয়া খাতুন(৩৮) ও শহরের পালবাড়ি এলাকার চাকলাদার কম্পেলেক্সে ভাড়া থাকতেন এবং চুড়ামন কাঠি ব্রাক অফিসের ক্যারসিয়ার পদে চাকরি করতেন৷

এছাড়াও থ্রী হুয়িলার চালক নজরুল(৫০),প্রথিক(৩০) ও মনোয়ারা (২৮) নামে তিন জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি৷ পুলিশ,হাসপাতাল ও নিহতদের স্বজনরা জানান,রোববার সকালে যশোর শহর থেকে থ্রী হুয়িলার যোগে যশোর ঝিনাইদহ মহাসড়ক দিয়ে তারা সকলেই চুড়ামনকাঠি যাচ্ছিল৷ সদর উপজেলার শানতলা এলাকায় পৌছালে পিছন থেকে একটি ট্রাকে ধাক্কা দেয়৷

এসময় থ্রী হুয়িলারের পাঁচ যাত্রী গুরুতর আহত হয়৷ পরে স্থানিয়রা আহত দের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে হাসান আলী বিশ্বাস(২৭) ও তানিয়া(৩৮)কে হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক এম আব্দুর রশীদ সকাল দশটার দিকে,মত ঘোষনা করেন এবং আহত তিন জনকে হাসপাতিলে ভর্তি করেন৷ তিনি বলেন আহত তিন জনের অবস্থা আশংকা জনক৷

জিনতে চাইলে বারোবাজার হায়ওয়ে থানর ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বলেন বিষয় টি কোতয়ালী পুলিশ দেখছে৷ আপনি কোতয়ালী থানায় যোগাযোগ করেন৷ কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ট্রাক আটক আছে৷ চালক পলাতক,থ্রী হুয়িলার থানায় আনা হয়েছে৷