
এম ওসমান , শার্শা ব্যুরো: =
যশোরের শার্শা উপজেলায় জাতীয় ভোটার দিবস উপলে ভোটার হয়ে ভোট দিবো, দেশ গড়ায় অংশ নেব, এই শ্লোগানকে সামনে রেখে ভোটার স্মার্ট কার্ড প্রদান, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ৩ টার সময় উপজেলা নির্বাচন কমিশন কার্যালয়ের আয়োজনে র্যালিটি শার্শা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্তরে এসে শেষ হয়।
এ সময় র্যালিতে অংশগ্রহণ করেন শার্শা উপজেলার পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, ভাইস চেয়ারম্যান মেহেদি হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, উপজেলা নির্বাহী অফিসার পূলক কুমার মন্ডল, সহকারী ভূমি কমিশনার খোরশেদ আলম চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফার হোসেন, বেনাপোল প্রেস ক্লাবের সভাপতি মহসিন মিলন ও উপজেলার ১১টি ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাগন অংশগ্রহণ করেন। পরে উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত এক সভায় সভাপত্বি করেন উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল, প্রধান অতিথি এ সময় প্রশাষন ও সাংবাদিকদের হাতে ২৯ টি স্মার্ট কার্ড তুলে দেন।
র্যালি শেষে শার্শা উপজেলার নির্বাচন কমিশনার মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে উপজেলা পরিষদ অডিটোরিয়াম ভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে বিষেষ ব্যক্তিদের মাঝে সীমিত সংখ্যক ভোটার স্মার্টকার্ড প্রদান করা হয়।