যশোর ব্যুরো :=
যশোর শহরের হাটখোলা রোডে র্যাব অভিযান চালিয়ে চোলাইমদসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। আটককৃতরা হলো, যশোর সদর উপজেলার মুড়লী মোড়ের কেরামত আলীর ছেলে শহিদ সিকদার, শহরের ঘোপ সেন্ট্রাল রোডের মৃত. হাতেম আলীর ছেলে সুলতান, রেলগেট পশ্চিমপাড়ার মৃত কোরবান
গাজীর ছেলে অজিয়ার রহমান, বারান্দিপাড়ার মৃত আমিনুল ইসলামের ছেলে আবিদ হাসান।
র্যাবের পাঠানো বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সোমবার গভীর রাতে শহরের হাটখোলা রোডের মাড়–য়া মন্দির সংলগ্ন কুসুমবাগ মার্কেটের সুলতান, শহিদ, আতিয়ার ও আবিদের দোকানে অভিযান চালায়। এসময় ৩৩৮ লিটার দেশীয় চোলাইমদ সহ শহিদ, সুলতান, অজিয়ার রহমান, আবিদ হাসানকে আটক করা হয়।