
ঢাকা ব্যুরো :=
ব্যাংকনোটের মাধ্যমে করোনা ভাইরাস ছড়াতে পারে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এক্ষেত্রে অনলাইন লেনদেন বাড়িয়ে এই ঝুঁকি কমানোর পরামর্শ দিয়েছে সংস্থাটি।
এছাড়া প্রতিবার ব্যাংকনোট ধরার পর হাত ভালোভাবে ধুয়ে নেওয়ার পরামর্শ দিয়েছে ডব্লিউএইচও। কারণ, কভিড-১৯ রোগের জন্য দায়ী নভেল করোনা ভাইরাস কয়েকদিন পর্যন্ত বিভিন্ন সারফেসে টিকে থাকতে পারে।
ডব্লিউএইচও’র বরাতে এ খবর জানিয়েছে দ্য টেলিগ্রাফ। এর আগে, যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে তাদের গ্রাহকদের উদ্দেশে জানানো হয়েছে, ব্যাংকনোটে ভাইরাস ও ব্যাকটেরিয়া থাকার সম্ভাবনা রয়েছে। তাই গ্রাহকরা যেনো প্রতিবার ব্যংকনোট ধরার পর ভালোভাবে হাত ধুয়ে নেন।