বেনাপোলে করোনা ভাইরাস সর্ম্পকে সচেতন করতে পাসপোর্ট যাত্রী, পুলিশ , বিজিবি ও কাস্টমস কর্মকর্তাদের মাঝে বিনামূল্যে মাস্ক, হ্যান্ড ওয়াস, ও টিস্যু বক্স বিতরন করলেন কমিশনার বেলাল হোসাইন চৌধুরী

রোকনুজ্জামান রিপন :=
”সচেতন থাকবো – করোনার সাথে লড়বো ” এই শ্লোগানকে সামনে রেখে করোনা ভাইরাস সর্ম্পকে জনগনকে সচেতন করতে আজ মংগলবার দুপুরে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে পাসপোর্ট যাত্রী, ইমিগ্রেশন পুলিশ , বিজিবি ও কাস্টমস কর্মকর্তাদের মাঝে বিনামূল্যে মাস্ক, জীবানুমুক্ত করন হ্যান্ড ওয়াস, ও টিস্যু বক্স সরবরাহ করেন কাস্টমস কমিশনার বেলাল হোসাইন চৌধুরী।বেনাপোল কাস্টমস কমিশনার বেলাল হোসাইন চৌধুরী বলেন, বর্তমানে বন্দর ও চেকপোস্টে করোনা মোকাবেলা লড়াই চলমান। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মাত্র নয় মাসে একটি দেশ স্বাধীন করতে পারে, তাদের জন্য করোনা সংকট হতে পারেনা। আমরা দুর্যোগ সমন্বিত মোকাবিলা করবো ইত্যাদি বক্তব্যে সবাইকে উদ্বুদ্ধ করা হবে।
চেকপোস্টে আজ দুপুরে করোনা জীবানু মুক্ত ও তার পরিষ্কার করার জন্য হেক্সিসল হ্যান্ড রাব, মাস্ক ও টিস্যুবক্স বিতরণ করা হয়।
এতে সরকারী অসরকারী অংশীজন ও যাত্রীদের সম্পৃক্ত করা হয়। বেনাপোল কাস্টমস কাবের সৌজন্যে কমিশনার বন্দর, পুলিশ, বিজিবি, আনসার, নিরাপত্তাকর্মীদেরকে এগুলো হস্তান্তর করা হয়!
ইমিগ্রেশন পুলিশের প্রতিটি ডেস্ক ও যেসব পয়েন্টে কর্মকর্তা কর্মচারীরা যাত্রীর পাসপোর্ট ও ব্যাগ হ্যান্ডলিং করেন, তাদেরকে অগ্রাধিকার দেয়া হয়।
বেনাপোল কাস্টমস কাবের সৌজন্যে করোনা ভাইরাস সম্পর্ক্যে মানুষকে সচেতন করতে এই প্রথম এধরনের উদ্যোগ গ্রহন করা হয়। করোনা ভাইরাস থেকে সতর্ক থাকতে বিনামূল্যে মাস্ক, জীবানুমুক্ত করন হ্যান্ড ওয়াস ও টিস্যু বক্স সরবরাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কাস্টমস এর অতিরিক্ত কমিশনার ড. নেয়ামুল ইসলাম, বন্দরের ডাইরেক্টর মামুন খান, বিজিবির কম্পানী কমান্ডার আব্দুল ওহাব, ইমিগ্রেশন পুলিশের ওসি মহসিন হোসেন, বেনাপোল প্রেস কাবের সভাপতি মহসিন মিলন, সহ সভাপতি বকুল মাহবুব,সাধারন সম্পাদক এম আর রহমান রাশু, ও বেনাপোল পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক নছির উদ্দিন ও বেনাপোল টিভি জার্নলিস্ট এসোসিয়েশনের সভাপদি সাজেদুর রহমান ও সাধারন সম্পাদক মুসলিম উদ্দিন পাপ্পু।